For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ের ধারা বজায়ের লক্ষ্যে আমনে সামনে চেন্নাই-রাজস্থান, অধিনায়ক ধোনির কাছে প্রতিশোধের ম্যাচ!

Google Oneindia Bengali News

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে সোমবারের সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলতে নামছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। নিজেদের আগের ম্যাচ দুই দলই জিতেছে। চেন্নাই সুপার কিংস জার্সিতে ২০০তম ম্যাচে জয় পাওয়া ধোনি আবার রাজস্থানের বিরুদ্ধে সিএসকে-কে ২০০তম ম্যাচে নেতৃত্ব দেবেন। গত বছর আইপিএলের শেষ দুটি দল ছিল চেন্নাই ও রাজস্থান। এবার যেভাবে দুই দলই শুরু করেছে তাতে তেমন কিছু হওয়ার আশঙ্কা নেই। যদিও এই লড়াই ধোনির কাছে মধুর প্রতিশোধ নেওয়ারও ম্যাচ।

আমনে সামনে

আমনে সামনে

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে ২৪ বার। ১৪টি ম্যাচ সিএসকে জিতেছে, রাজস্থান রয়্যালস জিতেছে ১০টি ম্যাচ। নির্বাসন কাটিয়ে ফেরার পর ২০১৮ সালে পারস্পরিক সাক্ষাতে চেন্নাই ও রাজস্থান একটি করে ম্যাচ জিতেছিল। ২০১৯ সালে দুটি ম্যাচই জেতে চেন্নাই। গত বছরের আইপিএলে আবার পারস্পরিক সাক্ষাতে দুটি ম্যাচেই জিতেছিল রাজস্থান রয়্যালস। প্রথমটি ১৬ রানে, দ্বিতীয়টি ৭ উইকেটে। ফলে এবার ধোনির দলের কাছে সোম-সন্ধ্যায় বদলার ম্যাচ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আসতে পারেন লুঙ্গি

আসতে পারেন লুঙ্গি

সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবারের আইপিএলে ব্যর্থ হলেও তাঁর পাশে থেকে খেলানোর বার্তা দিয়েছিলেন কোচ স্টিফেন ফ্লেমিং। দুটি ম্যাচেই পাঁচ রান করে আউট হয়েছিলেন তিনি। তবে যদি তাঁকে রাজস্থান রয়্যালস ম্যাচে খেলানো না হয় তাহলে প্রথম একাদশে আসতে পারেন অভিজ্ঞ রবিন উথাপ্পা। কোয়ারান্টিন পর্ব কাটিয়ে অনুশীলন শুরু করা লুঙ্গি এনগিডি এই ম্যাচে আসতে পারেন ডোয়েন ব্র্যাভোর জায়গায়। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলাররা দারুণ বোলিং করায় সিএসকে শিবির আত্মবিশ্বাসী। ফলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই প্রথম একাদশে। চেন্নাইয়ের প্রথম একাদশ হতে পারে এরকম: ঋতুরাজ গায়কোয়াড় বা রবিন উথাপ্পা, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর, দীপক চাহার। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভালো পারফর্ম করার নিরিখে ইমরান তাহিরও ঢুকে পড়তে পারেন ধোনিদের প্রথম একাদশে।


(ছবি- বিসিসিআই/আইপিএল)

রাজস্থানের সম্ভাব্য একাদশ

রাজস্থানের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ে অভিজ্ঞতা বা গভীরতা থাকলেও রাজস্থান রয়্যালসের মতো টি ২০-র উপযোগী হার্ড হিটাররা নেই। বেন স্টোকস বা জোফ্রা আর্চারের মতো ক্রিকেটার না থাকা রাজস্থান রয়্যালস শিবিরের পক্ষে বড় ধাক্কা হলেও জস বাটলার, সঞ্জু স্যামসন, ক্রিস মরিস, ডেভিড মিলাররা নিজেদের দিনে যে কোনএ মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। রাজস্থানের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। প্রথম একাদশ থাকতে পারে এরকম: জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।


(ছবি- বিসিসিআই/আইপিএল)

নজির ও দ্বৈরথ

নজির ও দ্বৈরথ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। চারটি অর্ধশতরান-সহ করেছেন ৬০৯ রান। আর দুটি ছক্কা মারলে আইপিএলে ২০০ ছক্কা মারার নজির গড়বেন আইপিএলে এখনও অবধি সর্বাধিক রানের মালিক রায়না। ৪৭ ম্যাচে ৪৮ উইকেট পাওয়া শার্দুল ঠাকুরও আরও অন্তত দুটি উইকেট এই ম্যাচে নিতে চাইবেন আইপিএলে ৫০তম শিকারের লক্ষ্যে। দীপক চাহার আইপিএলে ২৮টি বল করে তিনবার সঞ্জু স্যামসনের উইকেট পেয়েছেন। তেমনই ক্রিস মরিস স্বদেশীয় ফাফ দু প্লেসিকে ৩৬ বলে ৪৯ রান দিয়ে মোট চারবার টি ২০-তে আউট করেছেন। আইপিএলে ৭৯টি ইনিংসে ১৯১২ রান করেছেন ডেভিড মিলার। ষষ্ঠ প্রোটিয়া হিসেবে আইপিএলে ২ হাজার রান পূর্ণ করতে তাঁর দরকার ৮৮ রান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Chennai Super Kings And Rajasthan Royals Will Be Up Against Each Other In Mumbai On Monday. Both The Teams Look To Keep Winning Momentum But CSK Have Better Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X