For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ের হয়ে ধোনির মাইলস্টোন ম্যাচে বিধ্বংসী চাহার, শাহরুখের ব্যাটিংয়েও পাঞ্জাব ১০৬

Google Oneindia Bengali News

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়েতে পাঞ্জাব ও চেন্নাই পরস্পরের মুখোমুখি হয়েছে দুইবার। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে সামগ্রিক পারস্পরিক সাক্ষাতের নিরিখে ১৪-৯ ব্যবধানে এগিয়ে থেকেই শুরু করেন ধোনিরা। প্রথম থেকেই দীপক চাহারের বিধ্বংসী স্পেল আর রবীন্দ্র জাদেজার দুরন্ত ফিল্ডিং ব্যাকফুটে ঠেলে দেয় পাঞ্জাব কিংসকে। এবারের আইপিএলে সর্বনিম্ন রান করল পাঞ্জাব কিংস। ৮ উইকেটে ১০৬ রানের বেশি তুলতে পারেনি রাহুলের দল। সর্বাধিক ৪৭ করেন শাহরুখ খান।

বিধ্বংসী চাহার

বিধ্বংসী চাহার

টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুই দলের প্রথম একাদশই এদিন অপরিবর্তিত। প্রথম ওভারের চতুর্থ বলেই দারুণভাবে ময়াঙ্ক আগরওয়ালকে বোল্ড করেন দীপক চাহার। শূন্য রানে আউট হন ময়াঙ্ক। রাহুল রান আউট হওয়ার পর ক্রিস গেইল, নিকোলাস পুরাণ ও দীপক হুডার উইকেট তুলে নেন চাহার। ১০ রান করে গেইল আউট হন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে। দুই বল পরেই নিকোলাস পুরাণকে শূন্য রানে ফেরান চাহার। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ১০ রান করা হুডার উইকেটটিও তুলে নেন চাহার। এই ওভার আবার মেডেন। চাহারের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট। চাহারের বিধ্বংসী বোলিংয়ে ৬.২ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৬।

ছবি- বিসিসিআই/আইপিএল

দুরন্ত জাদেজা

দুরন্ত জাদেজা

পয়া ওয়াংখেড়েতে এদিন ব্যর্থ লোকেশ রাহুল। পাঞ্জাব কিংস অধিনায়ক এদিন ফেরেন রবীন্দ্র জাদেজার দুরন্ত থ্রো-য়। পাঁচ রান করে রাহুল আউট হন ম্যাচের তৃতীয় ওভারে দলের ১৫ রানের মাথায়। এরপর ১৯ রানের মাথায় গেইল ও পুরাণ ফেরেন। চাহারের বলে ঝাঁপিয়ে পড়ে গেইলের ক্যাচ দর্শনীয়ভাবে তালুবন্দি করেন জাদেজা। বল হাতেও অধিনায়ককে ভরসা দিলেন জাড্ডু। চার ওভারে মাত্র ১৯ রান দেন।


ছবি- বিসিসিআই/আইপিএল

সঙ্গীহীন শাহরুখ

সঙ্গীহীন শাহরুখ

পাঞ্জাব কিংসের হয়ে প্রত্যাঘাতের চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে দলকে বড় রানে পৌঁছে দিতে ব্যর্থ হন শাহরুখ খান। ১৩ ওভারের প্রথম বলেই দলের ৫৭ রানের মাথায় মঈন আলির শিকার হন ঝাই রিচার্ডসন, তিনি করেন ১৫। মুরুগান অশ্বিন ফেরেন ১৭তম ওভারে। শাহরুখের সঙ্গে তাঁর জুটি ভাঙেন ডোয়েইন ব্র্যাভো। ছয় রান করেন অশ্বিন।


ছবি- বিসিসিআই/আইপিএল

ধোনির মাইলস্টোন ম্যাচ

ধোনির মাইলস্টোন ম্যাচ

চেন্নাই সুপার কিংসের হয়ে আজ ২০০তম ম্যাচ খেলছেন ধোনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ২৪টি ম্যাচ রয়েছে। ১৯৯টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন। মাইলস্টোন ম্যাচে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সিএসকে ক্যাপ্টেন।


ছবি- বিসিসিআই/আইপিএল

দুই দল

দুই দল

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু'প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, ক্রিস জর্ডন, ঝাই রিচার্ডসন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং

ছবি- বিসিসিআই/আইপিএল

English summary
Chennai Super Kings Playing Against Punjab Kings Today In Mumbai. Deepak Chahar's Spell Push Punjab Kings On Back foot During CSK Captain Dhoni's Milestone Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X