For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেথ ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেল, ১২ বলে ৫ উইকেট নিয়ে দ্রে রাস যে সব নজির গড়লেন

Google Oneindia Bengali News

বয়স বাড়ায় এবারের আইপিএলে তিনি কতটা সফল হবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকেই। যদিও সেই সব সংশয়কে উড়িয়ে দিয়ে বিধ্বংসী বোলিং করলেন আন্দ্রে রাসেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২ ওভার হাত ঘুরিয়ে তুলে নিলেন পাঁচ পাঁচটা উইকেট। মাত্র ১৫ রানের বিনিময়ে।

ডেথ ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেল, ১২ বলে ৫ উইকেট নিয়ে যে সব নজির গড়লেন

(ছবি- বিসিসিআই/আইপিএল)
এদিন ডেথ ওভারে রাসেলকে আক্রমণে আনেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান। ১৭তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই তিনি ফেরান হার্দিক পাণ্ডিয়াকে। পরের বলেই তিনি আউট করেন মার্কো জেনসেনকে। এরপর ফের রাসেল বল করতে আসেন শেষ ওভারে। তৃতীয় বলে তাঁর তৃতীয় শিকার ক্রুণাল পাণ্ডিয়া। চতুর্থ বলে আউট হন জশপ্রীত বুমরাহ। শেষ বলে রাসলের পঞ্চম শিকার রাহুল চাহার।

ডেথ ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেল

(ছবি- বিসিসিআই/আইপিএল)

১২ বলে পাঁচ উইকেট অবশ্য আইপিএলে নতুন নয়। এই নজির রয়েছে ইশান্ত শর্মার। তবে এদিনই কেরিয়ারের সেরা বোলিং করলেন রাসেল। এর আগে টি ২০-তে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ১১ রানের বিনিময়ে চার উইকেট। কলকাতা নাইট রাইডার্সের কোনও বোলারের সেরা পারফরম্যান্সের বিচারেও এদিন রাসেলের এই বোলিংই সবার উপরে থাকছে।

ডেথ ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেল

(ছবি- বিসিসিআই/আইপিএল)

রাসেলের আগে কলকাতায় ২০১২ সালে সুনীল নারিন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫ উইকেট পেয়েছিলেন ১৯ রানের বিনিময়ে। গত আইপিএলে আবু ধাবিতে কেকেআরের বরুণ চক্রবর্তী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ২০ রানের বিনিময়ে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন। এদিন ৫ উইকেট তুলে নিয়ে আপাতত পার্পল ক্যাপও পেয়ে গেলেন রাসেল।

English summary
Kolkata Knight Riders Vs Mumbai Indians In Chennai. Career Best Bowling Figure For Andre Russel As He Grabs Five Wickets Best Ever By KKR Bowler.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X