For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই সুপার কিংসের জার্সি উন্মোচন ধোনির, রয়েছে যে বিশেষ অভিনবত্ব

  • |
Google Oneindia Bengali News

৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। ১০ তারিখ আইপিএল ২০২১ অভিযান শুরু চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ে ইতিমধ্যেই চলছে দলের প্রস্তুতি শিবির। নেটে চেনা ছন্দে দেখা যাচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। জুনিয়রদের প্রয়োজনীয় টিপস দিচ্ছেন। এরই মধ্যে আজ তিনি উন্মোচন করলেন সিএসকে-র নতুন জার্সি।

চেন্নাই সুপার কিংসের জার্সি উন্মোচন ধোনির

(ছবি- সিএসকে টুইটার)

হলুদ জার্সিতে এবার রয়েছে অভিনবত্ব। জার্সির কাঁধের কাছে রয়েছে বিশেষ ডিজাইন। ভারতীয় সেনাবাহিনীর জলপাই রঙের পোশাকের ডিজাইন থাকছে ধোনিদের জার্সিতে। বোঝাই যাচ্ছে, এই ভাবনা মহেন্দ্র সিং ধোনিরই মস্তিষ্কপ্রসূত। জার্সিতে দলের স্পনসরের লোগো রয়েছে। তার উপরে বাঁ দিকে যেখানে দলের লোগো থাকে তার ঠিক উপরে রয়েছে তিনটি তারা। চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল জিতেছে সেটা বোঝাতেই এই তিন তারার অবস্থান। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেও এমন তারা দেখা যায়।

জানা গিয়েছে, ২৬ মার্চ আইপিএল খেলতে মুম্বই পাড়ি দেবে চেন্নাই সুপার কিংস। এবার কোনও দলই ঘরের মাঠে খেলতে পারবে না। নিয়ম মেনে কোয়ারান্টিন-পর্ব কাটিয়ে শুরু হবে জোরকদমে অনুশীলন। ধোনি সকালে ইন্ডোরের পাশাপাশি বিকেলে নেটে অনুশীলন করছেন নিজেকে পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুত রাখতে। সমর্থকদেরও দলের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন চেন্নাই অধিনায়ক।

প্রথম ম্যাচে ধোনিদের প্রতিপক্ষও পৌঁছে গিয়েছে মুম্বইয়ের হোটেলে। দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটাররা ইশান্ত শর্মা, অমিত মিশ্র, উমেশ যাদবরা পৌঁছে গিয়েছেন। ৩০ মার্চ অবধি তাঁদের কোয়ারান্টিনে থাকতে হবে। অজিঙ্ক রাহানেও টুইটে লিখেছেন, পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে দুই সপ্তাহ খুব ভালো কাটিয়ে আবার কোয়ারান্টিন পর্বে ফিরেছি। আগামী কয়েক মাস উত্তেজক ক্রিকেটের দিকে তাকিয়ে রয়েছি।

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ: ১০ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ১৫ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ১৮ এপ্রিল- পঞ্জাব কিংস, ২০ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২৫ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ২৭ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৯ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২ মে- পঞ্জাব কিংস, ৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ১১ মে- রাজস্থান রয়্যালস, ১৪ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ মে- চেন্নাই সুপার কিংস, ২৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে)

চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ: ১০ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ১৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৫ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ২৮ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৫ মে- রাজস্থান রয়্যালস,৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৯ মে- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১২ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৬ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ মে- দিল্লি ক্যাপিটালস, ২৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

English summary
Captain Mahendra Singh Dhoni Unveils New Jersy Of Chennai Super Kings. The New-Look Jersey Features Camouflage As A Tribute To Indian Armed Forces.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X