For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বদলাল দিনক্ষণ, ধোনি চেন্নাই সুপার কিংসের নেটে নামছেন অনেক আগেই

Google Oneindia Bengali News

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ে। বুধবার রাতে। তার আগে ও পরে চেন্নাই সুপার কিংস দলের বেশ কয়েকজন ক্রিকেটারও এখন কোয়ারান্টিন পর্ব কাটাচ্ছেন। এবার চূড়ান্ত হয়ে গেল সিএসকে-র অনুশীলন শিবির শুরুর দিনক্ষণ।

ধোনি চেন্নাই সুপার কিংসের নেটে নামছেন অনেক আগেই

আগে জানা গিয়েছিল, ১১ মার্চ থেকে শিবির শুরু হবে। বায়ো বাবলের কড়া নিয়ম মেনে অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে ১১ নয়, ৯ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে শিবির। অর্থাৎ ধোনি-সহ অনেকেই ওইদিন থেকে শুরু করে দেবেন আইপিএলের প্রস্তুতি। এতেই বোঝা যাবে গত আইপিএলের হতাশাজনক পারফরম্যান্স ঝেড়ে ফেলে সাফল্যের সরণিতে ফিরতে ধোনিরা কতটা সিরিয়াস।

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ৯ মার্চ থেকেই শুরু হচ্ছে শিবির। সব ক্রিকেটারকেই পাঁচদিনের কোয়ারান্টিনে থাকতে হবে। অনুশীলন শুরুর আগে তাঁদের তিনবার করোনা পরীক্ষা হবে। কোভিড নেগেটিভ এলেই তবেই অনুশীলন শুরুর ছাড়পত্র দেওয়া হবে। যাঁরা এই শর্ত পূরণ করবেন তাঁরাই প্রথম দিন থেকে অনুশীলন করতে পারবেন বলে জানানো হয়েছে। বোঝাই যাচ্ছে, করোনার ধাক্কায় মাঝপথে পাকিস্তানে পিএসএল বন্ধ হওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সবরকম সুরক্ষার ব্যবস্থাই করা হচ্ছে আইপিএলের জন্য।

যদিও এখনও কোন কোন শহরে আইপিএল হবে, ক্রীড়াসূচি কী হবে, তা জানাতে পারেনি বিসিসিআই। মুম্বইয়ের করোনা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মুম্বইয়ে না হলে সেখানকার ম্যাচগুলি হতে পারে আমেদাবাদে। তাছাড়া কোনও ফ্র্যাঞ্চাইজিকে না চটিয়ে, বিতর্ক না বাড়িয়ে আইপিএল আটটি শহরেই বিসিসিআই আয়োজন করতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

ছবি- চেন্নাই সুপার কিংস টুইটার

English summary
Many Cricketers Including Captain Mahendra Singh Dhoni Have Arrived In Chennai. CSK Training Camp From 9th March.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X