For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে উত্তরের ডার্বিতে দুরন্ত রাহুল-ময়াঙ্ক, দিল্লির টার্গেট ১৯৬

Google Oneindia Bengali News

আইপিএলে উত্তরের ডার্বি জিততে দিল্লি ক্যাপিটালসকে করতে হবে রান। আজ ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। শতরানের ওপেনিং জুটি আর শেষে শাহরুখ খান ও দীপক হুডার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব কিংস তোলে ৪ উইকেটে ১৯৫। দলের হয়ে সর্বাধিক ৬৯ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। ৬১ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। শেষ ওভারে ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন শাহরুখ। দীপক হুডা অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে।

আইপিএলে উত্তরের ডার্বিতে দুরন্ত রাহুল-ময়াঙ্ক

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোনওরকমে ১০৬ রান তুলেছিল পাঞ্জাব কিংস। যদিও এদিন ওপেনিং জুটিতেই ১২.৪ ওভারে ওঠে ১২২ রান। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ চেনা ছন্দে পাওয়া গেল ময়াঙ্ক আগরওয়ালকে। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৬৯ রান করেন তিনি। এই চারটি ছয়ের মধ্যে রয়েছে রাবাডার পরপর দুই বলে দুটি ছক্কা। আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে লুকমান মেরিওয়ালা প্রথম ওভারে দিয়েছিলেন ২০ রান। যদিও পরে কিছুটা ছন্দ ফিরে পান। মেরিওয়ালার বলে ময়াঙ্কের ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। আইপিএল অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন মেরিওয়ালা।

আইপিএলে উত্তরের ডার্বিতে দুরন্ত রাহুল-ময়াঙ্ক

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ময়াঙ্ক ফেরার পর অর্ধশতরান পূর্ণ করেন পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৬১ রান করে তিনি সাজঘরে ফেরেন। কাগিসো রাবাডা রাহুলকে এদিন ১ রানের জন্য টি ২০-তে পাঁচ হাজার রান পূর্ণ করতে দেননি। ১৫.২ ওভারে দলের ১৪১ রানের মাথায় আউট হন রাহুল। তিনে নামা ক্রিস গেইল অবশ্য এদিনও বড় রান পাননি। তিনি ৯ বলে ১১ রান করে ক্রিস ওকসের শিকার হন।

আইপিএলে উত্তরের ডার্বিতে দুরন্ত রাহুল-ময়াঙ্ক, দিল্লির টার্গেট

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এদিন দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। টম কারানের জায়গায় এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেললেন স্টিভ স্মিথ। লুকমান মেরিওয়ালাকেও প্রথম একাদশে নেওয়া হয়। পাঞ্জাব কিংস মুরুগান অশ্বিনের জায়গায় সুযোগ দিয়েছে জলজ সাক্সেনাকে।

আইপিএলে অভিষেকের আগে সবচেয়ে বেশি টি ২০ ম্যাচ খেলার নিরিখে ভারতীয়দের মধ্য়ে লুকমান মেরিওয়ালা রইলেন দ্বিতীয় স্থানে। তিনি কেরিয়ারের ৪৪টি টি ২০ ম্যাচ খেলার পর আইপিএলের প্রথম একাদশে এলেন। এই তালিকায় তিনি রইলেন বিরাট সিংয়ের পরেই। গতকাল বিরাট সিংয়ের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৬১টি টি ২০ ম্যাচ খেলার পর তিনি প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। কেকেআরে ২০১৯ সালে আইপিএল অভিষেক হয় সন্দীপ ওয়ারিয়রের। তিনি এতদিন ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁকে টপকালেন লুকমান। প্রথম আইপিএল ম্যাচ খেলার আগে সন্দীপ ওয়ারিয়রের ৪০টি টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং বলেন, নেটে ভালো বোলিং করাতেই এদিনের ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে লুকমানকে।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, লুকমান মেরিওয়ালা, আবেশ খান।

পাঞ্জাব কিংস: ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, জলজ সাক্সেনা, মহম্মদ শামি, রাইলে মেয়ারডিথ, অর্শদীপ সিং।

English summary
Delhi Capitals And Punjab Kings Facing Each Other In Mumbai. Captain KL Rahul And Mayank Agarwal Hit Fifties As Punjab Kings Set A Big Target For Delhi Capitals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X