For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল অভিযান শুরুর আগে অধিনায়ককে নিয়ে বড় ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের

Google Oneindia Bengali News

আইপিএল অভিযানে নামার আগে মুম্বইয়ে জোরকদমে অনুশীলন সারছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যেই অধিনায়ক নিয়ে স্বস্তির খবর নাইট শিবিরে। ভারত-ইংল্যান্ড সিরিজের বায়ো বাবল থেকে সরাসরি আইপিএলের বায়ো বাবলে যোগ দেওয়ায় কোয়ারান্টিনে থাকতে হয়নি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। তিনি আবার কলকাতা নাইট রাইডার্সেরও অধিনায়কও।

আইপিএল অভিযান শুরুর আগে অধিনায়ককে নিয়ে বড় ঘোষণা নাইটদের

গত বছর আইপিএল চলাকালীনই দীনেশ কার্তিকের পরিবর্তে তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় কেকেআর। যদিও ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান মর্গ্যান। পরে ব্যাট করলেও শেষ দুটি ওয়ান ডে ম্যাচ খেলতে পারেননি তিনি। একশো শতাংশ ফিট না হয়ে তিনি মাঠে নামবেন বলে জানিয়ে দেন। শেষ দুটি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন জস বাটলার।

হাতে ওই চোট পাওয়ায় ব্যাট ধরতে অসুবিধা হচ্ছিল মর্গ্যানের। কিন্তু মুম্বই পৌঁছে দলের অনুশীলন পুরোদমে গা ঘামাচ্ছেন মর্গ্যান। ব্যাট ধরতে অসুবিধাও হচ্ছে না। ব্যাট হাতে চেনা মেজাজেই তাঁকে নেটে দেখা যাচ্ছে। আজ মর্গ্যানের একটি ভিডিও পোস্ট করে কেকেআর টুইটে লিখেছে, অধিনায়ক মর্গ্যান কোথায়, তিনি খেলতে পারবেন কিনা, তিনি ফিট কিনা এ সব নিয়ে নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন জানানো হচ্ছে, মর্গ্যানকে নিয়ে কখনও কোনও সংশয় ছিল না। তিনি প্রথম ম্যাচ থেকে নামার জন্য প্রস্তুত।

নাইট শিবিরে স্বস্তি দিয়েছেন দুই ক্যারিবিয়ান পাওয়ারহিটার। নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। নাইটদের সাফল্যের পিছনে এই দুজনের অবদান অনেক। এবারও তাঁরাই কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস। একের পর এক বিশাল ছক্কা হাঁকাচ্ছেন তাঁরা নেটে। যা দেখে উচ্ছ্বসিত নাইট শিবির।

একনজরে দেখে নেওয়া যাক কবে কার বিরুদ্ধে খেলবে কেকেআর: ১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।

English summary
IPL 2021 Will Commence From 9th April. Captain Eoin Morgan Ready To Play First Match Tweets KKR As Russel And Narine In Good Touch.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X