For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের, আইপিএলেই নেই জোফ্রা আর্চার, নজরে প্রোটিয়া ক্রিকেটার

Google Oneindia Bengali News

বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনের পর এবার জোফ্রা আর্চারকেও এবারের আইপিএলে পাবে না রাজস্থান রয়্যালস। রাজস্থানের আশায় জল ঢেলে এদিন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আইপিএলে খেলবেন না আর্চার। তবে তিনি নেটে বোলিং শুরু করেছেন ইসিবি ও সাসেক্সের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। স্টোকস ও লিভিংস্টোনের বিকল্প হিসেবে এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ভ্যান ডার ডাসেনকে নিতে চলেছে রাজস্থান রয়্যালস। ৩২ বছরের ডাসেন গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ খেললেও আইপিএলে এই প্রথম খেলবেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে প্রথম ওয়ান ডে শতরান তিনি করেছেন পাকিস্তানের বিরুদ্ধে।

ফের বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের, আইপিএলেই নেই জোফ্রা আর্চার

তবে গত বছরের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর্চারের ছিটকে যাওয়া দলের পক্ষে বড় ধাক্কা বলে মেনে নিয়েছে রাজস্থান রয়্যালস। কনুইয়ের চোটের সমস্যা নিয়ে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ শেষেই দেশে ফিরে গিয়েছিলেন আর্চার। এরপর ফিশ ট্যাঙ্ক দুর্ঘটনায় তাঁর হাতে কাঁচ ঢুকে যায়। অপারেশনও হয়। এরপর রিহ্যাব চলছিল। রাজস্থান রয়্যালস শিবির আশাবাদী ছিল পরের দিকে আইপিএলে পাওয়া যাবে আর্চারকে।

ফের বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের, আইপিএলেই নেই জোফ্রা

ফিট হতে হোভে সাসেক্সের হয়ে অনুশীলন শুরু করেছেন আর্চার। গতকাল দৌড়ানোর পাশাপাশি নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং ও বোলিং করেন আর্চার। তাঁর অবস্থা কেমন তা দেখতে হাজির ছিলেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। ছিলেন জন লুইসও। ইয়র্কশায়ারের বিরুদ্ধে সাসেক্সের ম্যাচের মধ্যাহ্নভোজের বিরতিতে মাঠে বেশ কিছুক্ষণ জোরে দৌড়াতেও দেখা যায় আর্চারকে। ব্যথা ছাড়া বোলিং করতে পারলে দিন পনেরোর মধ্যে সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

ফের বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের, আইপিএলেই নেই জোফ্রা

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আইপিএলে আর্চারকে খেলতে না দেওয়ার অনুমতির পিছনে আরও একটি কারণ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সেটি হলো ভারতে এলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে আর্চারকে। এতে তাঁর বোলিংয়ের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে। তবে বেন স্টোকসের চোটের কারণে ছিটকে যাওয়া, জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিতে লিয়াম লিভিংস্টোনের দেশে ফিরে যাওয়ার পর আর্চারের অভাব কীভাবে মেটাতে সক্ষম হয় সমস্যা-জর্জরিত রাজস্থান রয়্যালস, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

English summary
Big Blow For Rajasthan Royals As Jofra Archer Ruled Out For Entire Season. Archer has been training with Sussex at Hove this week as he works his way back to fitness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X