For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে কলকাতা বনাম পাঞ্জাব, সেরা পাঁচ ব্যাটিং পারফরম্যান্সে রয়েছেন কারা?

আইপিএলে কলকাতা বনাম পাঞ্জাব, সেরা পাঁচ ব্যাটিং পারফরম্যান্সে রয়েছেন কারা?

  • |
Google Oneindia Bengali News

আর কিছু সময়ের মধ্যেই আইপিএলের অতি ৃ গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আবহে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেরা ব্যাটিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা

২০১৪ সালের আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া ওই হাই-ভোল্টেজ ফাইনালে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল পাঞ্জাব। সৌজন্যে বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহার ৫৫ বলে ১১৫ রানের ধ্বংসাত্মক ইনিংস। ১০টি চার ও আটটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। যদিও সেই ম্যাচ হেরেছিল পাঞ্জাব।

মাহেলা জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনে

২০১০ সালের আইপিএলে পাঞ্জাবের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে অসাধ্য সাধন করেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। ওই ম্যাচে তিনি ৫৯ বলে ১১০ রান করেছিলেন। ১৪টি চার ও তিনটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ইডেন গার্ডেন্সে কেকেআরের দেওয়া ২০২ রানের টার্গেট পেরিয়ে গিয়েছিল পাঞ্জাব।

মনীশ পান্ডে

মনীশ পান্ডে

২০১৪ সালের আইপিএল ফাইনালে কেকেআর-কে ২০০ রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব)। লক্ষ্যে পৌঁছেছিল কলকাতা। সৌজন্যে মনীশ পান্ডের ৫০ বলে ৯৪ রানের ইনিংস। সাতটি চার ও ৬টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

ইডেন গার্ডেন্সে ২০০৮ সালের আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে কেকেআর-কে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল পাঞ্জাব। ১৯.৪ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কলকাতা। সৌজন্যে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস। ৬টি ছক্কা ও ৬টি চার এসেছিল মহারাজের ব্যাট থেকে।

আইপিএলে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের টি২০ পরিসংখ্যান কী বলছে?আইপিএলে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের টি২০ পরিসংখ্যান কী বলছে?

English summary
IPL 2021 : Best Batting perfromances in KKR vs Punjab match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X