For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের তৃতীয় সপ্তাহের সেরা ব্যাটিং পারফরম্যান্সে কে এগিয়ে? কমলা টুপির লড়াইয়ে কার দাপট?

আইপিএলের তৃতীয় সপ্তাহের সেরা ব্যাটিং পারফরম্যান্সে কে এগিয়ে? কমলা টুপির লড়াইয়ে কার দাপট?

  • |
Google Oneindia Bengali News

আজ সন্ধ্যায় আইপিএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকার সপ্তম ও অষ্টম স্থানে অবস্থান করা দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। সেই আবহে আইপিএলের তৃতীয় সপ্তাহে ব্যাটিং পারফরম্যান্সের নিরিখে তাক লাগিয়েছেন কোন তিন ক্রিকেটার, তা দেখে নেওয়া যাক। তিন সপ্তাহ শেষে চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে কোন ক্রিকেটার এগিয়ে রয়েছেন, তাও জেনে নেওয়া যাক।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

আইপিএলের তৃতীয় সপ্তাহে ব্যাটিং পারফরম্যান্সের নিরিখে তৃতীয় স্থানে থাকবে শিখর ধাওয়ানের ইনিংস। যিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৯ বলে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। ১৩টি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো ছিল গব্বরের ওই ইনিংস।

ফ্যাফ ডু প্লেসি

ফ্যাফ ডু প্লেসি

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্যাফ ডু প্লেসি। যিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬০ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। ৯টি চার ও চারটি ছক্কা এসেছে ফ্যাফের ব্যাট থেকে।

দেবদত্ত পাড়িক্কল

দেবদত্ত পাড়িক্কল

তালিকার শীর্ষ স্থানে থাকা দেবদত্ত পাড়িক্কল আইপিএলের তৃতীয় সপ্তাহে শতরান হাঁকানো একমাত্র ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আরসিবি ওপেনার। ১১টি চার ও ৬টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

তৃতীয় সপ্তাহ শেষে চলতি আইপিএলে কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৪টি ম্যাচ খেলে ২৩১ রান করেছেন গব্বর। দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল ৫ ম্যাচ খেলে ২২১ রান করেছেন।

English summary
IPL 2021 : Best batting performances from week 3 and top run scorers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X