For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-চ্যালেঞ্জ সামলে আইপিএলের পর সেরা টি ২০ বিশ্বকাপ আয়োজনেও আত্মবিশ্বাসী সৌরভ

Google Oneindia Bengali News

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। তারই মধ্যে জৈব সুরক্ষা বলয় তৈরি করে আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। আইপিএল ভারতের মাটিতে ফিরছে ৬৭৭ দিন পর। গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয় তৈরি করেই আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। এবার ঠিক তেমনভাবেই, বরং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে, ক্রিকেটাররা যাতে মানসিক ক্লান্তিতে না ভোগেন সেজন্য বিশেষ ব্যবস্থা রেখেই আইপিএল আয়োজন করছে বিসিসিআইয়ের আইপিএল গভর্নিং কাউন্সিল।

আইপিএলের পর টি ২০ বিশ্বকাপ আয়োজনেও আত্মবিশ্বাসী সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, মাসের পর মাস জৈব সুরক্ষা বলয়ে ভালো ক্রিকেট খেলা খুব কঠিন। কিন্তু ক্রিকেটাররা যেভাবে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছেন এবং আইপিএলে অংশ নিচ্ছেন তাঁদের কুর্নিশ জানাতেই হয়। আমরা সাধ্যমতো সবরকম ব্যবস্থাই রেখেছি। করোনা পরিস্থিতিতে কী হয় তা বলা কঠিন। তবে ছটি শহরে সফলভাবেই আইপিএল আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী বোর্ড সভাপতি।

আইপিএলের পর টি ২০ বিশ্বকাপ আয়োজনেও আত্মবিশ্বাসী সৌরভ

করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করেই পরপর দুটি আইপিএল আয়োজন আয়োজন আত্মবিশ্বাস বাড়িয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন। ভোট দিতে অবশ্য কাল শহরে ফিরে আসার কথা রয়েছে। আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে সব রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের সৌরভ জানিয়েছেন, সামনের মরশুম থেকেই দেশে ক্রিকেট স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করছি। ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টই আয়োজন করতে পারব। কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে না গেলে জুন-জুলাই থেকেই অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট শুরু করা হবে।

আইপিএলের পর টি ২০ বিশ্বকাপ আয়োজনেও আত্মবিশ্বাসী সৌরভ

সেই সঙ্গে ভারত সেরা টি ২০ বিশ্বকাপও আয়োজন করবে বলে নিশ্চিত মহারাজ। অক্টোবর-নভেম্বরে ভারতে ওই বিশ্বকাপ হওয়ার কথা।

English summary
BCCI President Sourav Ganguly Confident Of Hosting ICC T20 World Cup Amid Covid-19 Situation. T20 World Cup Will Be Held In India In The Month Of October This Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X