For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরে শতরানের খরা এক যুগের, আইপিএলে উল্লেখযোগ্য শতরানকারীদের তালিকায় যাঁরা

Google Oneindia Bengali News

আজ থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএল। আইপিএল মানেই মারকাটারি ব্যাটিং। এটাই ঠিক টি ২০ ক্রিকেটে ব্যাটিং ঘরানার বিবর্তন আন্তর্জাতিক আসরেও ভয়ডরহীনভাবে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছে ক্রিকেটারদের। যদিও গতবারের আইপিএলে শতরান পেয়েছেন মাত্র তিন দলের ক্রিকেটাররাই। বাকিরা কি এবার পারবে, সেদিকেই তাকিয়ে সকলে।

এক যুগের খরা নাইটদের

এক যুগের খরা নাইটদের

১৩ বছরের আইপিএলের ইতিহাসে শতরান হয়েছে মোট ৬৩টি। উল্লেখযোগ্য শতরানগুলির তালিকায় থাকছে অবশ্যই ২০১৩ সালে ক্রিস গেইলের ৩০ বলের শতরান বা ইউসুফ পাঠানের ৩৭ বলে করা শতরান। ২০০৮ সালে আইপিএলের প্রথম বছরের প্রথম ম্যচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শতরান করেছিলেন বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। যদিও এরপর দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের কোনও ক্রিকেটারই আইপিএলে শতরান পাননি।

শিখরের দাপট

শিখরের দাপট

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৭ রান করে অপরাজিত ছিলেন বেন স্টোকস। রাজস্থান রয়্যালসের অপর শতরানকারী ২০১৯ সালে অজিঙ্ক রাহানে। গত বছরের আইপিএলে দুটি শতরান এসেছে দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ানের ব্যাট থেকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ১০১ ও কিংস ইলেভেন পাঞ্জাব (যার নাম বদলে হয়েছে পাঞ্জাব কিংস)-এর বিরুদ্ধে ১০৬ রানে অপরাজিত ছিলেন। গত আইপিএলেই পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির হয়ে আরসিবি-র বিরুদ্ধে লোকেশ রাহুল ১৩২ রান করেছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০৬ করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল।

বিরাট অপেক্ষা

বিরাট অপেক্ষা

বিরাট কোহলি আজকের ম্যাচে ওপেন করবেন। গোটা আইপিএলেই তেমন পরিকল্পনা রয়েছে। দলের সেরা ব্যাটসম্যান বেশি বল খেলতে পারবেন এটাই বড় কথা। আরসিবি অধিনায়কের ব্যাট থেকেই দলের পক্ষে শেষ শতরানটি এসেছে ২০১৯ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। এবার নামবে হ্যাটট্রিকের লক্ষ্যে। যদিও তাদের শেষ শতরানটি এসেছে ২০১৪ সালে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লেন্ডল সিমন্স।

বিদেশিরাই এগিয়ে

বিদেশিরাই এগিয়ে

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোরও শতরান রয়েছে। ২০১৯ সালে আরসিবি-র বিরুদ্ধেই ওয়ার্নার করেছিলেন ১১৪। ওই ম্যাচেই অপরাজিত ১০০ করেছিলেন বেয়ারস্টো। ২০১৮ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। সেবারই সিএসকে-র কোনও ব্যাটসম্যান শেষ শতরান পেয়েছেন। দুটি শতরান এসেছিল শেন ওয়াটসনের ব্যাট থেকে, একটি শতরান হাঁকিয়েছিলেন অম্বাতি রায়ুডু।

English summary
14th Edition Of IPL Starting Tonight. Batsmen From Only Three IPL Teams Hit A Hundred In Last Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X