For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাম্পার বিয়ে, আইপিএলের প্রথম থেকে পূর্ণশক্তিও পাচ্ছে না বিরাটের আরসিবি

Google Oneindia Bengali News

এখনও অবধি একবারও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টি ২০ বিশ্বকাপের আগে আইপিএল জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলে ওপেন করবেন। যদিও এবারও সমস্যা কাটছে না বিরাটদের। প্রথম থেকে সব বিদেশিকে পাচ্ছে না আরসিবি।

জাম্পার বিয়ে

জাম্পার বিয়ে

বিয়ের কারণে অস্ট্রেলীয় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এদিন আরসিবি-র তরফে তাঁর বিয়ের কথা জানানোর পর জাম্পা ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করতেই অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার মজা করে লিখেছেন, বিয়ের আগে থেকেই ডার্ক ছবি দেওয়া শুরু করে দিলেন!

ছবি- ইনস্টাগ্রাম

সময় লাগছে অজিদের

সময় লাগছে অজিদের

ভারতে এসে সাতদিনের কোয়ারান্টিনে থাকতে হবে। তার আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে আসার জন্য আসার কাগজপত্র ঠিকঠাক করতেও কিছুটা সময় লাগছে কোচ সাইমন কাটিচ-সহ অজি ক্রিকেটারদের।

প্রথমেই পূর্ণশক্তি নয়

প্রথমেই পূর্ণশক্তি নয়

আরসিবি-র টিম ডিরেক্টর মাইক হেসন জানিয়েছেন, আমাদের দলে ভালো বিদেশিরা রয়েছেন। তবে প্রথম থেকে সবাইকে পাব না। ধাপে ধাপে তাঁরা আসবেন। কাউকে জোরাজুরিও করা হচ্ছে না প্রথম ম্যাচ থেকেই থাকার জন্য। বিয়ের পর খোলা মনে শিবিরে যোগ দিয়ে দলের পারফরম্যান্সে বড় অবদান রাখতে পারবেন জাম্পা। আরসিবি-র প্রথম ম্যাচ ৯ এপ্রিল। তার আগে ১ এপ্রিল নিউজিল্যান্ডে টি ২০ আন্তর্জাতিক খেলবেন ফিন অ্যালেন। তার পরের দিন তিনি ভারতে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসনও ৩১ মার্চ অবধি খেলে ভারতে আসার বিমান ধরবেন।

এবি-কে নিয়ে স্বস্তি

এবি-কে নিয়ে স্বস্তি

তবে ২৮ মার্চ এসে যাচ্ছেন এবি ডিভিলিয়ার্স। চেন্নাইয়ে ২৯ মার্চ শুরু আরসিবি-র প্রস্তুতি শিবির। প্রথম ম্যাচে নামার আগে কয়েকটি অনুশীলন ম্যাচের বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানান হেসন। তিনি আরও জানান, পুনে থেকে সরাসরি দলের কয়েকজন আরসিবি-র জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন। তবে দীর্ঘ কয়েক মাস ধরে বায়ো বাবলে থাকা কয়েকজন ক্রিকেটার ভারত-ইংল্যান্ড সিরিজের পর বাড়ি হয়ে শিবিরে যোগ দেবেন। তাঁদের সাতদিন কোয়ারান্টিনে থাকতেই হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ

৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৮ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ২২ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৫ এপ্রিল- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৭ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩০ এপ্রিল- পঞ্জাব কিংস, ৩ মে- কলকাতা নাইট রাইডার্স, ৬ মে- পঞ্জাব কিংস, ৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৪ মে- দিল্লি ক্যাপিটালস, ১৬ মে- রাজস্থান রয়্যালস, ২০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২৩ মে- চেন্নাই সুপার কিংস

English summary
IPL 2021 Will Commence From 9th April. Australian Leg Spinner Adam Zampa Won't Be Available For RCB's First Match Due To His Marriage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X