For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের সমালোচনায় জাম্পা, ভারতে বিশ্বকাপ আয়োজন অসম্ভব বলে দাবি চ্যাপেলের

Google Oneindia Bengali News

ভারতে করোনা সংক্রমণে ভীত হয়ে গতকালই দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ কেন রিচার্ডসনের সঙ্গে দেশে ফেরার পর তিনি সরব হলেন আইপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে টি ২০ বিশ্বকাপ ভারতে আয়োজন সম্ভব হবে না বলেই দাবি প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেলের। যদিও ভারতের জৈব সুরক্ষা বলয়ে আস্থা রেখে বড় পদক্ষেপ করতে চলেছে নিউজিল্যান্ড।

জাম্পার গুগলি

জাম্পার গুগলি

সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাতকারে অ্যাডাম জাম্পা বলেছেন, আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে বেশি অসুরক্ষিত! তাঁর কথায়, বেশ কয়েকটি বায়ো বাবলে থাকার অভিজ্ঞতা হয়েছে। তবে এবারের আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে দুর্বল। আমাদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিতে বলা হতো। সুস্থ থাকতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হতো। এতে আমার মনে হয়েছে, এবারের জৈব সুরক্ষা বলয়ই সবচেয়ে দুর্বল। দুবাইয়ে গত আইপিএলের সময় আমরা যে জৈব সুরক্ষা বলয়ে রয়েছি তা বুঝতেই পারিনি। সব কিছু স্বাভাবিক ছিল। সেটাই ছিল সবচেয়ে বেশি নিরাপদ। ভেবেছিলাম তার চেয়েও এবারের আইপিএলে আরও ভালো ব্যবস্থা থাকবে। কিন্তু দেখলাম রাজনীতিই বেশি চলছে।

মনোনিবেশে সমস্যা

মনোনিবেশে সমস্যা

অ্যাডাম জাম্পাকে এবার দেড় কোটি টাকায় কেনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিয়ের পর দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। জাম্পা বলেন, অনুশীলনে নেমেও দেখলাম মোটিভেশনের অভাব হচ্ছিল। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি, দেশে ফিরতে পারা নিয়ে অনিশ্চয়তা, বিমান বন্ধ-সহ নানা বিষয়ই এর কারণ। তাই ঠিক করলাম দেশে ফেরার এটাই সেরা সময়। আর্থিক ক্ষতিকে পাত্তা না দিয়ে জাম্পা বলেন, যাঁর পরিবারের সদস্য মৃত্যুশয্যায় তখন ক্রিকেটে কারও মনোনিবেশ করা সম্ভব নয়। আর্থিক ক্ষতি হলেও আমার কাছে মানসিকভাবে সুস্থ ও চাঙ্গা থাকার বিষয়টিই অগ্রাধিকার পায়। জাম্পা আরও বলেন, ভারতে টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা। তার আগে ক্রিকেট বিষয়ে এ নিয়ে অনেক আলোচনাও হবে। এখনও প্রচুর সময় হাতে রয়েছে।

বিশ্বকাপ অসম্ভব

বিশ্বকাপ অসম্ভব

যদিও যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তাতে ভারতে টি ২০ বিশ্বকাপ আয়োজন অসম্ভব বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। টি ২০ বিশ্বকাপের বিকল্প কেন্দ্র হিসেবে আইসিসি ভাবনায় সংযুক্ত আরব আমিরশাহীকে রাখলেও চ্যাপেল বলেন, সাধারণ বুদ্ধি বলে করোনা পরিস্থিতিতে এশিয়ায় টি ২০ বিশ্বকাপ আয়োজন করা উচিত নয়। ভারতে তো একেবারেই নয়।

নিউজিল্যান্ডের ভাবনা

নিউজিল্যান্ডের ভাবনা

অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনের বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের স্কট কুগলেইজনকে নিয়েছে আরসিবি। তবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবেন না। নিউজিল্যান্ড তার আগে অবশ্য দুটি টেস্ট খেলবে ইংল্যান্ডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের চিফ এগজিকিউটিভ হিথ মিলস বলেছেন, কোয়ারান্টিন সংক্রান্ত যা নিয়ম রয়েছে তাতে দেশে ফিরে দু সপ্তাহ আইসোলেশনে থেকে ফের তাঁদের পক্ষে ইংল্যান্ডে যাওয়া অসম্ভব। ফলে উইলিয়ামসনরা যাতে বিরাট কোহলিদের সঙ্গেই ইংল্যান্ড যেতে পারেন তার ব্যবস্থা করছে নিউজিল্যান্ড। মিলস বলেছেন, ভারতে আমাদের ক্রিকেটাররা সবচেয়ে সুরক্ষিত জৈব সুরক্ষা বলয়েই রয়েছেন। বিমান চলাচল বন্ধ হলেও কেউ দেশে ফিরতে চাননি। এর ফলে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পুরো আইপিএলেই যে থাকবেন সেটা ক্রমেই পরিষ্কার হচ্ছে। কুগলেইজন ছাড়াও জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, টিম সেইফার্টরাও আইপিএলের বিভিন্ন দলে রয়েছেন। তবে তাঁরা টেস্ট দলে নেই।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Australian Spinner Adam Zampa Has Termed Bio Bubble Of IPL As Most Vulnerable. He Flew Back Home With RCB Teammate Kane Richardson Yesterday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X