আইপিএল ২০২১-র নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ দলে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা
সামনেই আইপিএল ২০২১-র মিনি নিলাম। তার আগে আজ দল গুছিয়ে নিল আট ফ্র্যাঞ্চাইজি। একাধিক দলে বিস্তর রদবদল হলেও সানরাইজার্স হায়দরাবাদে বেশি পরিবর্তন নেই। ২০২০ মরসুমে শুরুর দিকে ছন্দে না থাকলেও টুর্নামেন্টের শেষদিকে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে ওয়ার্নার অ্যান্ড কোম্পানি প্লে -অফে উঠেছিল। এবার সেই কোর টিমকে ধরে রেখে মাঠে নামার সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি।

ফলে সানরাইজার্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় প্রায় সবাই রয়েছেন। ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় নেই কোনও চমক। নিলামের আগে মাত্র ৫ জনকে ছেড়ে দিয়ে সানরাইজার্স।
অন্যদিকে স্কোয়াডের ২১জন ক্রিকেটারকে ধরে রেখেছে দল। বাংলা থেকে দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও শ্রীবৎস গোস্বামী, দুই উইকেটকিপার ব্যাটসম্যানকেই ধরে রেখেছে হায়দরাবাদ।
একনজরে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখল: ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মণীশ পান্ডে, জনি বেয়ারস্টো, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা, বিজয় শঙ্কর, বিরাট সিং, বাসিল থাম্পি, রশিদ খান, টি নটরাজন, খলিল আহমেদ,প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, মহম্মদ নবি, মিচেল মার্শ।
যে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিল সানরাইজার্স: সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্ট্যানলেক, ফ্যাবিয়ান অ্যালেন ও পৃথ্বীরাজ ইয়ারাকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজি।