For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ বলে সঞ্জুকে বড় শট নিতে আটকানোর রহস্য উদঘাটন অর্শদীপের, কী বললেন পাঞ্জাবের ফাস্ট বোলার

শেষ বলে সঞ্জুকে বড় শট নিতে আটকানোর রহস্য উদঘাটন অর্শদীপের, কী বললেন পাঞ্জাবের ফাস্ট বোলার

  • |
Google Oneindia Bengali News

সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। আইপিএলের এই ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ায়। বিজয়ীর মুকুট পাঞ্জাবের মাথায় ওঠে। সৌজন্যে তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিংয়ের ঠান্ডা মাথার অসাধারণ পারফরম্যান্স। যাঁর সামনে মাথা নত করতে বাধ্য হন ম্যাচে শতরান হাঁকানো রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। কোন জাদুবলে তা সম্ভব হল, তা জানালেন অর্শদীপ নিজেই।

৬ বলে ১৩ রান

৬ বলে ১৩ রান

সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে রাজস্থান রয়্যালসের শেষ ওভারে ১৩ রান করতে হত। ম্যাচের পাল্লা ঝুঁকে ছিল রাজস্থানের দিকে, কারণ পিচে ছিলেন সঞ্জু স্যামসন। যিনি অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল ম্যাচে শতরান হাঁকিয়ে তখন রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন। তাঁকে আটকাতে তরুণ অর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দিয়েছিলেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সেই আস্থার মর্যাদা দেন বাঁ-হাতি ফাস্ট বোলার। সঞ্জুকে ঘোল খাইয়ে শেষ ওভার থেকে জয় তুলে আনেন অর্শদীপ। ৪ রানে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতে প্রীতি জিন্টার দল।

শেষ দুই বলের নাটকীয়তা

শেষ দুই বলের নাটকীয়তা

ম্যাচ জিততে শেষ দুই বলে ৫ রান করতে হত রাজস্থান রয়্যালসকে। অর্শদীপ সিংয়ের ওই ওভারের পঞ্চম বলে লং অফের দিকে শট নেন সঞ্জু স্যামসন। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা ক্রিস মরিস রান নেওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলেও তাঁকে ফেরত পাঠান রাজস্থান অধিনায়ক। যা দেখে অবাকই হন ক্রিকেট প্রেমীরা। এই পরিস্থিতিতে শেষ বলে ছক্কার প্রয়োজন হয়ে পড়ে। অর্শদীপের শেষ বলে ব্যাট চালালেও বাউন্ডারি পার করতে পারেননি সঞ্জু। উল্টে আউট হয়ে দলের হার নিশ্চিত করেন অধিনায়ক।

অর্শদীপের পরিকল্পনা

অর্শদীপের পরিকল্পনা

শেষ বলে দুর্ধর্ষ সঞ্জু স্যামসনের বিরুদ্ধে জয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন অর্শদীপ সিং। জানিয়েছেন যে তিনি ওই বলে রাজস্থানের অধিনায়ককে ফুল লেন্থে বল ফেলতে চেয়েছিলেন। ফিল্ড সেটিং অনুযায়ী তিনি ইচ্ছা করে বলটি খানিকটা ওয়াইড রেখেছিলেন বলেও জনিয়েছেন পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার। আর তাতেই সফলতা এসেছে বলে জানিয়েছেন অর্শদীপ সিং।

অর্শদীপের আইপিএল কেরিয়ার

অর্শদীপের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন অর্শদীপ সিং। ১৫টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। গত আইপিএলে পাঞ্জাবের হয়ে আটটি ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার।

English summary
IPL 2021 : Arshdeep Singh tells how he stopped Sanju Samson to hit six on last over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X