For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামে পরিকল্পনা তৈরি বিরাটদের, সচিনের পুত্রকে নিতে চাইছে যে দল

  • |
Google Oneindia Bengali News

আইপিএল নিলামে বিরাট কোহলিদের টার্গেট কারা, কাদের নিতে চাইছে আইপিএলের ইতিহাসে সফলতম দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, এ সব নিয়েই চলছে জোর জল্পনা। তারই মধ্যে নজরে থাকছেন এক কিংবদন্তি পুত্র। অর্জুন তেন্ডুলকর। অর্জুনকে কারা পাবে তা এখনই বলা না গেলেও একটি দল সচিন-পুত্রকে দলে নিতে খুব আগ্রহী বলেই খবর। তাদের আগ্রহের কারণেই ২৯২ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকায় ঢুকে পড়েছেন সচিন-পুত্র।

বিরাটদের টার্গেট

বিরাটদের টার্গেট

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতি বছরই তারকাখচিত দল গড়ে। কিন্তু দুই-একজনের ব্যক্তিগতভাবে জ্বলে ওঠা ছাড়া একবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আরসিবি। বার তিনেক ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। এবারও অন্য দলের প্রথম একাদশ কার্যত চূড়ান্ত থাকলেও তা প্রযোজ্য নয় আরসিবি-র ক্ষেত্রে। মঈন আলি. ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চদের ছেড়ে দেওয়ার ফলে বেশ কয়েকটি জায়গার শূন্যতা পূরণ করতেই হবে বিরাটদের। টপ ও মিডল অর্ডারের জন্য ভালো ব্যাটসম্যান ও অলরাউন্ডার নেবে আরসিবি। কাটাতে হবে এ বি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলির উপর অতিরিক্ত নির্ভরতা। ৩৫.৯ কোটি টাকা নিয়ে আইপিএল নিলামে যাচ্ছে আরসিবি। ভারতীয় একজন ফিনিশার যেমন তাঁদের নজরে আছে, তেমনই শাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েলের জন্য ঝাঁপাতে পারে আরসিবিও। এ ছাড়াও তাঁদের নজরে রয়েছেন স্টিভ স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, ডেভিড মালান। ভারতীয় ব্যাটসম্যান বা অলরাউন্ডার নিতে বিরাটরা টার্গেট করছেন কেদার যাদব, কৃষ্ণাপ্পা গৌতম, শাহরুখ খানদের।

সানরাইজার্সের নজরে

সানরাইজার্সের নজরে

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যারা কম পরিমাণ টাকা (১০.৭৫ কোটি) নিয়ে আইপিএল নিলামে যাচ্ছে তাদের মধ্যে আছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলেও খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তিনজনকে নিতে পারবে, এক বিদেশি-সহ। বিলি স্ট্যানলেকের বিকল্প হিসেবে তারা কাউকে বেছে নেবে। স্ট্যানলেককে জেসন হোল্ডারের ব্যাক-আপ হিসেবে রেখে দেওয়া হতে পারে। নয়তো তারা নিতে পারে শাকিব আল হাসানকে। দুই বছর আগে আইসিসি নির্বাসনে পাঠানোর আগে অবধি সানরাইজার্সেই ছিলেন শাকিব।

রয়্যালস চ্যালেঞ্জ

রয়্যালস চ্যালেঞ্জ

রাজস্থান রয়্যালসের ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ২০১৮ সালে শেষবার প্লে অফ খেলা রয়্যালস শিবিরে দরকার একজন জোরে বোলার, একজন ব্যাটসম্যান ও একজন অলরাউন্ডার। জোফ্রা আর্চারকে সঙ্গত দিতে পারেন এমন একজন ফিনিশার দরকার। এই দায়িত্ব পালনে ভরসা দিতে পারেননি স্টিভ স্মিথ, রবিন উথাপ্পারা। ৩ বিদেশি-সহ সর্বাধিক ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে রাজস্থান। হাতে আছে ৩৭.৮৫ কোটি টাকা। স্মিথের পাশাপাশি তারা জেসন রয়, ডেভিড মালান, অ্যালেক্স হেলসকে টার্গেট করতে পারে। অলরাউন্ডারের সন্ধানে থাকা রয়্যালস শিবিরের ভাবনায় রয়েছেন শিবম দুবে, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস ও মঈন আলি। জোরে বোলিংয়ের জন্য ঝে রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ, কাইল জেমিসন, নবীন উল হকের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান শিবির।

মুম্বইয়ে অর্জুন?

মুম্বইয়ে অর্জুন?

হাতে ১৫.৩৫ কোটি, নেওয়া যাবে সাত ক্রিকেটার। এই পরিস্থিতিতে খুব বড় নামের সন্ধানে মুম্বই ইন্ডিয়ান্স নাও যেতে পারে। এক বা দুজন ভালো জোরে বোলার নিতে চাইবে আম্বানিদের দল। জেমস প্যাটিনসন ও নাথান কুল্টার-নাইলকে ছেড়ে দেওয়ায় ট্রেন্ট বোল্টের সঙ্গী হিসেবে বিদেশি পেসারের সন্ধানে রোহিত শর্মার মুম্বই। কায়রন পোলার্ডের ব্যাক আপ অলরাউন্ডারও নিতে চাইছে তারা। রাহুল চাহার গত আইপিএলে ছন্দে ছিলেন না, ফাইনালের প্রথম একাদশেও তাঁকে রাখা হয়নি। এই পরিস্থিতিতে একজন ভালো স্পিনারও দলে নিতে পারে আইপিএলের সফলতম দল। জোরে বোলার হিসেবে নিলামে মুম্বই দলের সবচেয়ে বড় চমক হতে পারেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। বিদেশি জোরে বোলার নিতে রিচার্ডসন, বেহরেনডর্ফ, জেমিসন, কুল্টার-নাইল, রিলে মেয়ারডিথদের দিকেও থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের নজর। পীয়ূষ চাওলা, হরভজন সিং, ক্রিয়েভিৎসো কেন্সের মধ্যে একজন স্পিনার হিসেবে জায়গা করে নিতে পারেন এই দলে। কায়রন পোলার্ডের বিকল্প কিংবা ব্যাক-আপ হিসেবে ভাবা হচ্ছে শিবম দুবে ও নাথান কুল্টার নাইলকে।

English summary
PL 2021 Mini Auction will be held in Chennai tomorrow. Arjun Tendulkar May Be Picked By Mumbai Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X