For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখের হতাশা, শেহওয়াগের আক্রমণ, তবু আইপিএলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রাসেলের চোখে

আইপিএল বিপর্যয়ে শাহরুখের হতাশা ও শেহওয়াগের আক্রমণ ভেদী স্বপ্ন কেকেআর তারকা রাসেলের চোখে

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কব্জায় থাকা ম্যাচ এভাবে হাতছাড়া হতে দেখে ক্ষিপ্ত হয়েছেন কেকেআরের সমর্থকরা। হতাশ হয়েছেন খোদ দলের মালিক তথা বলিউড তারকা শাহরুখ খান। মুম্বইয়ের বিরুদ্ধে অর্থহীন হারের জন্য কলকাতাকে নিশানা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও। সেসবের মধ্যেই প্রাণশক্তিতে ভরপুর থেকে আগামী দিনে সফলতার স্বপ্ন দেখতে শুরু করেছেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল।

কেকেআরের হার

কেকেআরের হার

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ২ ওভার বল করে ৫ উইকেট নেন আন্দ্রে রাসেল। জবাবে একটা সময় ৩ উইকেট হারিয়ে ১০৪ রানে অবস্থান করছিল কেকেআর। শেষ সাত ওভারে আরও চার উইকেট হারিয়ে অর্থহীনভাবে ম্যাচ হেরে যায় শাহরুখ খানের দল।

শেহওয়াগের আক্রমণ

শেহওয়াগের আক্রমণ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের এই অর্থহীন হারকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। এই হারের জন্য আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিককে নিশানা করেছেন দেশের প্রাক্তন অল রাউন্ডার। তাঁর কথায়, মঙ্গলবারের ম্যাচে রাসেল যখন ব্যাট করতে নেমেছিলেন তখন কেকেআরকে ২৭ বলে ৩০ প্রয়োজন ছিল। সেই সময় ক্রিজে ছিলেন দীনেশ কার্তিকও। এই দুই দক্ষ ক্রিকেটারের পক্ষে যে এত সহজ ম্যাচও জেতানো সম্ভব নয়, তা মেনে নিতে পারছেন না বীরু। উল্টে রাসেল ও কার্তিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শেহওয়াগ। কেকেআরের এই হারে অবাক হয়েছেন দলেরই প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া।

শাহরুখের হতাশা

শাহরুখের হতাশা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই লজ্জাজনক হারের মানে খুঁজে পাচ্ছেন না কেকেআরের মালিক শাহরুখ খান। এই পরিণতির জন্য তিনি নাইট ফ্যানদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

পৃথিবী এখানেই শেষ হয়ে যাচ্ছে না

পৃথিবী এখানেই শেষ হয়ে যাচ্ছে না

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই হার যে যথেষ্ট হতাশাজনক তা মেনে নিয়েও ভেঙে পড়তে রাজি নন আন্দ্রে রাসেল। ম্যাচে ব্যাট হাতে সেভাবে কেরামতি দেখাতে না পারলেও এখানেই পৃথিবী থেমে যাচ্ছে, তেমনটাও মনে করেন না ক্যারিবিয়ান তারকা। উল্টে তিনি সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন। মঙ্গলবারের ম্যাচে যে যতটুকু চেষ্টা করেছেন, তার প্রশংসা করেছেন রাসেল। আশা রেখেছেন যে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।

English summary
IPL 2021 : Andre Russell speaks about the shameful defeat of KKR against Mumbai Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X