For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে দিল্লির বিরুদ্ধে ব্যাট চালিয়ে অনন্য ক্লাবে প্রবেশ রাসেলের, কী বলছে পরিসংখ্যান?

আইপিএলে দিল্লির বিরুদ্ধে ব্যাট চালিয়ে অনন্য ক্লাবে প্রবেশ রাসেলের, কী বলছে পরিসংখ্যান?

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ব্যর্থতা সামাল দিয়েছেন আন্দ্রে রাসেল। শেষবেলার ঝড়ের গতিতে ব্যাট চালিয়ে ৩৩তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। একই সঙ্গে টি২০ ফর্ম্যাটে ৬ হাজার রানের মালিকও হয়েছেন দ্রে রাস।

আইপিএলে দিল্লির বিরুদ্ধে ব্যাট চালিয়ে অনন্য ক্লাবে প্রবেশ রাসেলের, কী বলছে পরিসংখ্যান?

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসকে ১৫৫ রানের লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে শেষবেলায় আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিং। ২৭ বলে ৪৫ রান করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। দুটি চার ও চারটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। সেই সঙ্গে টি২০ ফর্ম্যাটে কিংবদন্তিদের দলের প্রবেশ করেছেন রাসেল।

২০১০ সাল থেকে টি২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩৫৫টি ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। তাঁর ব্যাট থেকে এসেছে ৬০৩৬ রান। এই ফর্ম্যাটে ২টি শতরান ও ২৩টি অর্ধশতরান এসেছে রাসের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২১। টি২০ ফর্ম্যাটে ৪৭৩টি ছক্কা এসেছে রাসেলের ব্যাট থেকে। ৪১৬টি চার মেরেছেন কেকেআর তারকা।

তালিকার শীর্ষে থাকা ক্রিস গেইল টি২০ ফর্ম্যাটে ৪২২টি ম্যাচ খেলে ১৩৮৩৯ রান করেছেন। ২২টি শতরান ও ৮৬টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাইরন পোলার্ড ৫৩৯টি ম্যাচ খেলে ১০৬৯৪ রান করেছেন। একটি শতরান ও ৫২টি অর্ধশতরান এসেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট থেকে। টি২০ ফর্ম্যাটে ১০ হাজার রান রয়েছে শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নারও। তালিকার ষষ্ঠ স্থানে থাকা বিরাট কোহলি টি২০ ফর্ম্যাটে ৩১০টি ম্যাচ খেলে ৯৮৯৪ রান করেছেন।

English summary
IPL 2021 : Andre Russell completes 6 thousands runs in T20 formats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X