For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে রোহিত বনাম ধোনি শিবিরের সেরা পাঁচ মহা-সংগ্রামের ফল কার দিকে ঝুঁকে?

আইপিএলে রোহিত বনাম ধোনি শিবিরের সেরা পাঁচ মহা-সংগ্রামের ফল কার দিকে ঝুঁকে?

  • |
Google Oneindia Bengali News

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের মহা সংগ্রামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দল টুর্নামেন্টে যতবারই মুখোমুখি হয়েছে, ইতিহাস রচনা হয়েছে। সেই আবহে মুম্বই ও চেন্নাইয়ে সেরা পাঁচ লড়াইয়ের ফল দেখে নেওয়া যাক। এক নজরে দেখে নিন পরিসংখ্যান।

২০১৩ সালের আইপিএল ফাইনাল

২০১৩ সালের আইপিএল ফাইনাল

কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৩ সালের আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছিল মুম্বই। ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কাইরন পোলার্ড। ২৩ রানে সেই ম্যাচ এবং কাপ জিতেছিল রোহিত শর্মা শিবির। ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেও চেন্নাই সুপার কিংসকে জেতাতে ব্য়র্থ হয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি।

২০১৯ সালের আইপিএল ফাইনাল

২০১৯ সালের আইপিএল ফাইনাল

২০১৯ সালের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪১ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কাইরন পোলার্ড। শেষ বল পর্যন্ত লড়াই হাড্ডাহাড্ডি হয়েছিল। মাত্র ২ রানে ম্যাচ ও কাপ জিতেছিল মুম্বই। ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেও চেন্নাইকে জেতাতে পারেননি শেন ওয়াটসন।

২০১০ সালের লড়াই

২০১০ সালের লড়াই

২০১০ সালের আইপিএল ফাইনালে সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান তুলেছিল সিএসকে। ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না। জবাবে ১৪৬ রানে থমকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মাস্টার ব্লাস্টার।

২০১৫ সালের আইপিএল ফাইনাল

২০১৫ সালের আইপিএল ফাইনাল

কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৫ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন লেন্ডল সিমন্স। জবাবে ১৬১ পর্যন্ত পৌঁছতে পেরেছিল চেন্নাই। ৫৭ রান করেছিলেন ডোয়েন স্মিথ।

আইপিএলে কমলা টুপি বিভাগে ওঠানামার খেলা অব্যাহত, বেগুনি টুপির যুদ্ধে এগিয়ে কে?আইপিএলে কমলা টুপি বিভাগে ওঠানামার খেলা অব্যাহত, বেগুনি টুপির যুদ্ধে এগিয়ে কে?


ছবিতে সৌজন্য বিসিসিআই/ আইপিএল

English summary
IPL 2021 : 5 most memorable encounters in the history of tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X