For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব বধ রাজস্থানের, তেওয়াটিয়াকে কেন ধন্যবাদ জানালেন যুবরাজ

আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব বধ রাজস্থানের, তেওয়াটিয়াকে কেন ধন্যবাদ জানালেন যুবরাজ

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে রোমহর্ষক ম্যাচ। ২২৪ রান তাড়া করে শারজায় পাঞ্জাব বধ রাজস্থানের। সৌজন্য স্মিথ-সঞ্জুর দুরন্ত ব্যাটিং। সেই সঙ্গে ফিনিক্স পাখির মতো অবিশ্বাস্য কামব্যাকে ৩১ বলে ৫৩ হাঁকিয়ে রাজস্থানের জয়ের অন্যতম নায়ক রাহুল তেওয়াটিয়া। ম্যাচে ৭টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তেওয়াটিয়া।

এক ওভারে ৫ ছক্কা

এক ওভারে ৫ ছক্কা

২২৪ রান তাড়া করতে নেমে ম্যাচের ১৮ তম ওভারে পাঞ্জাবের সেলডন কোটরেলকে ৫টি ছাক্ক হাঁকান তেওয়াটিয়া। প্রথম ২৩ বল খেলে তেওয়াটিয়া মাত্র ১৭ রান গড়েন। যেকারণে পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে রবিন উথাপ্পার পরিবর্তে তেওয়াটিয়াকে নামানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ফ্যানেরা ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন। এরপরই অবিশ্বাস্য কামব্যাক। পরের ৮ বলে এরপর ৩৬ রান হাঁকান।

যুবরাজের রেকর্ড হাতছাড়া রাজস্থানের তেওয়াটিয়ার

যুবরাজের রেকর্ড হাতছাড়া রাজস্থানের তেওয়াটিয়ার

প্রসঙ্গত রান তাড়া করার সময় ১৮ তম ওভারে পাঞ্জাবের কোটরেলকে টানা চারটি ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলে ব্যাট চালালেও তা বলের সঙ্গে সংযোগ হয়নি। পরে ওভারে ষষ্ঠ বলে তেওয়াটিয়া ফের ছক্কা হাঁকান। ওভারে ৩০ রান হাঁকান রাহুল। একটুর জন্য টি-২০ ক্রিকেটে যুবরাজের ছয় ছক্কার রেকর্ড হাতছাড়া করেন রাজস্থানের স্পিনার।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে যুবির ছয় ছক্কা

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে যুবির ছয় ছক্কা

২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যুবির এই রেকর্ড আজও অক্ষত। যুবির পর টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় একমাত্র আফগানিস্তান প্রিমিয়ার লিগে আফগানিস্তানের ব্যাটসম্যান হাজরাতুল্লাহ ঝাঝাই এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছেন। রবিবার অল্পের জন্য আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ার সুযোগ হারালেন তেওয়াটিয়া।

তেওয়াটিয়াকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন যুবরাজ

তেওয়াটিয়াকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন যুবরাজ

টুইটে তেওয়াটিয়াকে শুভেচ্ছা জানিয়ে যুবরাজ লিখেছেন, 'অবিশ্বাস্য এই জয়ের জন্য তেওয়াটিয়া তোমায় শুভেচ্ছা। ঐ একটা বল মিস করার জন্য তোমায় অনেক ধন্যবাদ।'

আইপিএল ২০২০ : আরসিবি বনাম মুম্বই, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে? গেম চেঞ্জার কারা?আইপিএল ২০২০ : আরসিবি বনাম মুম্বই, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে? গেম চেঞ্জার কারা?

English summary
IPL 2020: Yuvraj Singh says Thanks For Missing One Ball, To Rahul Tewatia after he hit 5 Sixes In An Over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X