আইপিএল ২০২০ : পুরনো দলের বিরুদ্ধে পাঞ্জাবের প্রথম একাদশে জায়গা হবে কি গেইলের?
আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেননি কিংবদন্তি ক্রিস গেইল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওই ম্যাচ হেরেছিল প্রীতি জিন্টার দল। তবে কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশে দেখা যাবে 'ইউনিভার্স বস'-কে। তেমনটা হলে পুরনো দলের বিরুদ্ধে গেইল কেমন পারফরম্যান্স করবেন বলে মনে হয়।

সম্ভাবনা খুবই কম
গত ম্যাচে অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস শুরু করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করে দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন কর্নাটকী। তাই আজকের ম্যাচেও যে এই দুই ব্যাটসম্যানই পাঞ্জাবের হয়ে ওপেন করতে চলেছেন, তা কার্যত নিশ্চিত।

তেমনটা হলে দারুণ হত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে দীর্ঘদিন আইপিএল খেলেছেন ক্রিস গেইল। বিরাট কোহলি শিবিরের হয়েই টুর্নামেন্টের এক ইনিংসে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ইউনিভার্স বস। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশে গেইলকে রাখা হলে, পুরনো দলের সঙ্গে ৪১ বছরের ক্যারিবিয়ান তারকার লড়াই জমতো বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা।

পরামর্শ ভরপুর দেবেন
প্রথম একাদশে সুযোগ না পেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের রণনীতি সাজানোর ক্ষেত্রে ক্রিস গেইল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ক্রিস গেইলের আইপিএল কেরিয়ার
এখনও পর্যন্ত আইপিএলে ১২৫টি ম্যাচ খেলে ৪৪৮৪ রান করেছেন ক্রিস গেইল। ৬টি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তির।

পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডন, শেলডন কোটরেল, মহম্মদ শামি।