For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুঁকি না থাকা সত্ত্বেও কেন সানরাইজার্সের বিরুদ্ধে আজ কেকেআরের হয়ে নেই নারিন, জানুন কারণ

ঝুঁকি না থাকা সত্ত্বেও কেন সানরাইজার্সের বিরুদ্ধে আজ কেকেআরের হয়ে নেই নারিন, জানুন কারণ

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই নাইটশিবিরে সুখবরটা এসে পৌঁছেছিল। বোলিং অ্যাকশন নিয়ে বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন সুনীল নারিন। তারপরও এদিন কেকেআরে নেই গেমচেঞ্জার নারিন। বোর্ড নারিনকে বোলিং করার স্বাধীনতা দিলেও কেন সানরাইজার্সের বিরুদ্ধে নারিনকে দল রাখল না কলকাতা সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। যদিও ম্যাচের শুরুতে টসের মুহূর্তেই এর উত্তর দিয়েছেন মর্গ্যান।

পাঞ্জাব ম্যাচের পর নারিনের বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ

পাঞ্জাব ম্যাচের পর নারিনের বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচর পর সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা আপত্তি তুলে রিপোর্ট জমা দেয়।

বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলে নিল বিসিসিআই

বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলে নিল বিসিসিআই

যারপর এদিন ১৮ অক্টোবর সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলে নিয়েছে বিসিসিআই। সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটি নারিনকে বোলিং করার জন্য আজ থেকে ছাড়পত্র দেয়। ফলে আজ নারিনক বল করাতে নামালে কেকেআরের সামনে কোনও ঝুঁকি ছিল না।

নারিনকে না নামানো নিয়ে মর্গ্যান যা বললেন

নারিনকে না নামানো নিয়ে মর্গ্যান যা বললেন

ম্যাচে কেন নারিনকে ব্যবহার করা হয়নি, সেই সম্পর্কে ধারনা দিয়েছেন মর্গ্যান। টসের পর কেকেআর অধিনায়ক মর্গ্যান বলেন, 'সুনীলকে ফিরিয়ে আনা নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ওকে একটু সময় দিতে চাই।'

শেষ মুহূর্তে দলের কম্বিনেশন ভাঙতে চায়নি কেকেআর

শেষ মুহূর্তে দলের কম্বিনেশন ভাঙতে চায়নি কেকেআর

প্রসঙ্গত এদিন ম্যাচের কয়েক ঘণ্টা আগে আইপিএলের তরফে নারিনকে সতর্কিত বোলারের তালিকা থেকে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়। ফলে বুঝে নিতে অসুবিধে হওয়ার কথা নয়, টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে দলের কম্বিনেশন ভাঙতে চায়নি। নারিনকে বিশ্রামে রেখে সানরাইজার্সের বিরুদ্ধে আজ লকি ফার্গুসনকে খেলানো নিয়ে আগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছিল কেকেআর। সেই পরিকল্পনা মতো এদিন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে কুলদীপ ও আগের ম্যাচে চতুর্থ বিদেশি হিসেবে খেলা ক্রিস গ্রিনের পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন খেলছেন।

আইপিএল ২০২০: পাওয়ার প্লেতে ভালো শুরু করেও রানের গতি কমল, কত রানের টার্গেট দিতে পারে নাইটরাআইপিএল ২০২০: পাওয়ার প্লেতে ভালো শুরু করেও রানের গতি কমল, কত রানের টার্গেট দিতে পারে নাইটরা

English summary
IPl 2020: Why Sunil Narine not in playing xi after cleared of suspect bowling action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X