For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মর্গ্যানের বদলে চারে কেন রিঙ্কু, ১৩ ম্যাচেও ব্যাটিং অর্ডার ঠিক করতে ব্যর্থ কেকেআর

অর্ডার নয়, ডিসঅর্ডার! আইপিএল ২০২০তে ১৩ ম্যাচে মাঠে নেমে এখনও পর্যন্ত ব্যাটিং অর্ডার ঠিক করে উঠতে পারল না কলকাতা। ম্যাচে এদিন শুভমান গিল আউট হতে তিন নম্বরে সুনীল নারিনকে পাঠানো হয়।

  • |
Google Oneindia Bengali News

অর্ডার নয়, ডিসঅর্ডার! আইপিএল ২০২০তে ১৩ ম্যাচে মাঠে নেমে এখনও পর্যন্ত ব্যাটিং অর্ডার ঠিক করে উঠতে পারল না কলকাতা। ম্যাচে এদিন শুভমান গিল আউট হতে তিন নম্বরে সুনীল নারিনকে পাঠানো হয়। দিল্লি ম্যাচে সুনীল পাঁচ নম্বরে সফল হয়েছিলেন। ৩২ বলে ৬৪ রানে ঝোড়ো ইনিংস খেলেন। সেই সুবাদে তাঁকে এদিন টপ অর্ডারে তিন পাঠায় ম্যানেজমেন্ট।

তিনে এসে ব্যর্থ নারিন

তিনে এসে ব্যর্থ নারিন

ব্যাটিং অর্ডারে উপরে আসার সুযোগ পেলেও এদিন তা কাজে লাগাতে পারলেন না নারিন। ৭ বল খেলে ১টি ছক্কার সাহায্যে ৭ রানে পৌঁছে আউট হয়েছেন। এরপর চার নম্বরে মর্গ্যানকে দেখার প্রত্যাশা থাকলেও অপ্রত্যাশিতভাবে রিঙ্কু সিংকে মাঠে ব্যাট হাতে উইকেটের দিকে এগিয়ে আসতে দেখা যায়।

চারে হঠাৎ কেন রিঙ্কু সিং

চারে হঠাৎ কেন রিঙ্কু সিং

আইপিএলের পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানের থাকতে যেখানে, লিগে নাইটদের চেন্নাই ও রাজস্থান শেষ দুই ম্যাচই কেকেআরের কাছে এখন মরণ বাঁচন পরিস্থিতি। সেখানেই গুরুত্বপূর্ণ লড়াইয়ে চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা রিঙ্কুকে কেন পাঠানো হল সেই নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

কেন নয় মর্গ্যান

কেন নয় মর্গ্যান

চার নম্বরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাট করতে এসে ১১ বল খেলে রিঙ্কুর সংগ্রহ এদিন ১১ রান। যারপর আরও বেশি করে অধিনায়ক মর্গ্যান নিজে কেন চার নম্বরে খেলতে এলেন না সেই নিয়ে প্রশ্ন উঠে গেল।

গাভাসকর কী বললেন

গাভাসকর কী বললেন

ম্যাচে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নীতীশ রানার ৮৭, শুভমান গিলের ২৬ ও দীনেশ কার্তিকের ১০ বলে ২১ রানে ইনিংসে ভর করে কলকাতা ৫ উইকেট হারিয়ে ১৭২ রান হাঁকায়। ম্যাচ জিততে চেন্নাইকে ১৭৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে কলকাতা। ১৭০-এর বেশি রান হাঁকালেও চেন্নাইয়ের শেন ওয়াটসন-আম্বাতি রাইডুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত তা যথেষ্ট কিনা, সেটা ম্যাচ শেষেই জানা যাবে। দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রখ্যাত ধারাভাষ্যকর সুনীল গাভাসকর অবশ্য নাইটদের এইদিনের রানকে শুধুই সম্মানজনক, লড়াকু স্কোর নয় বলে ধারাভাষ্যে মন্তব্য করেছেন।

English summary
Ipl 2020: Why rinku singh in 4, why no eion morgan, question raise on kkr's batting oder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X