আইপিএল ২০২০: কেন রশিদ খানের স্ত্রী লিখে গুগল সার্চে উঠে আসছে বিরাট ঘরণী অনুষ্কার নাম!
জমজমাট আইপিএলের মাঝে, হঠাৎ করে মজার কাণ্ড! গুগল সার্চে আফগান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী লিখে খুঁজলে ভেসে আসছে অনুষ্কার শর্মার নাম। ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কার সঙ্গে রশিদের নাম কীভাবে জড়িয়ে গেল, তাই নিয়ে নেটিজেনদের মধ্যে হাসাহাসি শুরু।

ঠিক কী ঘটেছে
আইপিএলে এই মুহূর্তে সানরাইজার্সের হয়ে ব্যস্ত রশিদ খান। অন্যদিকে আরসিবির হয়ে মারকাটারি ক্রিকেট খেলছেন বিরাট। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ৫২ বলে ৯০ রান হাঁকিয়েছেন। দুই ক্রিকেটার এখন নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফের পথে এগিয়ে দেওয়ার জন্য খাটছেন। এর মাঝে গুগল সার্চে 'Rashid khan Wife'লিখলে অনুষ্কার ছবি ও নাম ভেসে উঠছে।

রশিদের সঙ্গে কেন জুড়ে গেল অনুষ্কার নাম
আসলে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সমর্থকদের প্রশ্নের উত্তরে রশিদ খান তাঁর প্রিয় বলিউড অভিনেত্রী হিসেবে অনুষ্কা শর্মার নাম করেছিলেন। সঙ্গে প্রীতি জিন্টারও নাম করেন। এরপর আফগান স্পিনার রশিদ খান ও অনুষ্কাকে নিয়ে অনলাইন মিডিয়ায় বহু ওয়েবসাইট খবর করেছে। সেই কারণে রশিদের সঙ্গে অনুষ্কার নাম একসঙ্গে ট্রেন্ডে চলে আসে।

কেন রশিদের স্ত্রীর জায়গায় অনুষ্কাকে দেখাচ্ছে
বিভিন্ন ওয়েবসাইট অনুষ্কা ও রশিদকে নিয়ে খবর করায় তাঁদের দুজনের নাম বহু মানুষ একসঙ্গে বহুবার গুগলে সার্চ করেছেন। সম্ভবত সেকারণেই এবার রশিদের স্ত্রীর নাম জানতে চাইলে ভুল করে অনুষ্কার নাম দেখাচ্ছে।

রশিদ কি বিবাহিত?
প্রসঙ্গত রশিদ খান এখনও অবিবাহিত। ২২ বছরের লেগ স্পিনার ক্রিকেটবিশ্বে নিজের বোলিং পারফর্ম্যান্সে ইতিমধ্য়েই সুনাম অর্জন করেছেন। বিরাট ঘরণীর সঙ্গে তাঁর কোনও যোগযোগ নেই। উল্লেখ্য সামনের বছরই দুই থেকে তিন হচ্ছেন বিরাট-অনুষ্কা। চলতি বছরের অগাস্টে অনুষ্কা তাঁর অন্তঃসত্ত্বা হওয়া সুখবর জানান।
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম হায়দরাবাদ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া এবং পিচ রিপোর্ট