For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আদর্শ একাদশ কেমন হতে পারে

রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আদর্শ একাদশ কেমন হতে পারে

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর আশা ক্ষীণ হলেও রবিবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। জটিল সমীকরণ কষে টুর্নামেন্টের নক আউটে পৌঁছে গেলেও যেতে পারে ইয়ন মর্গ্যান শিবির। আর তার জন্য সঠিক দল নির্বাচন প্রয়োজন। এমনই এক প্রেক্ষাপটে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের আদর্শ একাদশ কী হতে পারে, তা দেখে নেওয়া যাক।

ওপেনিং জুটিতে কে

ওপেনিং জুটিতে কে

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেনিং পজিশনে নেমে দুর্দান্ত ব্যাটিং করা নীতীশ রানাকে একই জায়গায় খেলানো হতে পারে। শুভমান গিলের পরিবর্তে রাহুল ত্রিপাঠীকে দলের অন্য ওপেনার হিসেবে বেছে নেওয়া উচিত। আন্দ্রে রাসেল সুস্থ না হলে টম ব্যান্টনকেও আরও একবার সুযোগ দেওয়া যেতে পারে। কিংবা নীতীশ রানার সঙ্গে সুনীল নারিনকেও ওপেনে নামাতে পারে কেকেআর।

তিনে নামুক গিল

তিনে নামুক গিল

আইপিএল ২০২০-এর প্রতি ম্যাচের হিসেব ধরলে পাওয়ার প্লে-তে সবচেয়ে কম গড়ে রান করেছে কলকাতা নাইট রাইডার্স। ওপেনিংয়ে নেমে শুভমান গিল টি-টোয়েন্টি সুলভ ব্যাট চালাতে পারেননি। তাই তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত।

চারেই নামুন অধিনায়ক মর্গ্যান

চারেই নামুন অধিনায়ক মর্গ্যান

কেকেআরের জার্সিতে চার নম্বরে ব্যাট করতে নেমে লাগাতার ব্যর্থ হয়ে চলা দীনেশ কার্তিককে, ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। পরিবর্তে ওই স্থানে অভিজ্ঞ ইয়ন মর্গ্যানের ব্যাট করতে নামা উচিত। রাজস্থানের বিরুদ্ধে দীনেশ কার্তিকের পরিবর্তে নিখিল নায়েককে সুযোগ দেওয়া উচিত। তাঁকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। ওপেনে না পাঠালে ছয় নম্বরে সুনীল নারিনকে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত।

রাসেলকে প্রয়োজন

রাসেলকে প্রয়োজন

সুস্থ থাকলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আন্দ্রে রাসেলকে খেলানো উচিত কেকেআরের। সেক্ষেত্রে দলে এক জন বিদেশি ফাস্ট বোলার কম খেলালেও কোনও ক্ষতি নেই। কারণ চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে সেভাবে সাড়া জাগাতে না পারলেও বল হাতে কেরামতি দেখিয়েছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার।

কুলদীপের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ

কুলদীপের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ

আন্দ্রে রাসেল কেকেআরের প্রথম একাদশে ফিরলে একজন ভারতীয় ফাস্ট বোলারকে বসিয়ে অভিজ্ঞ বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবকেও সিএসকে-র বিরুদ্ধে মাঠে নামার সুযোগ দেওয়া উচিত।

কেমন হতে পারে কেকেআরের আদর্শ একাদশ

কেমন হতে পারে কেকেআরের আদর্শ একাদশ

রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, শুভমান গিল, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নিখিল নায়েক (উইকেটরক্ষক), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স বা লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

English summary
IPL 2020 : What will be the Kolkata Knight Rider's best XI against Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X