For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: চেন্নাই বনাম সানরাইজার্স, আজ কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ধোনি-ওয়ার্নার

আইপিএল ২০২০: চেন্নাই বনাম সানরাইজার্স, আজ কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ধোনি-ওয়ার্নার

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ অভিযানে দুবাইয়ে আজ সানরাইজার্স বনাম সিএসকে মহারণ। এই ডুয়েলে আজ বড় মাইলস্টোন গড়ার সামনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দস্তানা হাতে মাইলস্টোনের সামনে মহেন্দ্র সিং ধোনিও। একনজরে আজদের ম্যাচে কী কী মাইলস্টোন হতে পারে জেনে নেওয়া যাক।

ডেভিড ওয়ার্নারের মাইলস্টোন

ডেভিড ওয়ার্নারের মাইলস্টোন

১৯ রান করলে ডেভিড ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আজ ৫০০০ রান পূর্ণ করবেন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এমন মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে সানরাইজার্স অধিনায়কের সামনে।

আইপিএলে সবচেয়ে বেশি রান হাঁকানোর কত নম্বরে ওয়ার্নার

আইপিএলে সবচেয়ে বেশি রান হাঁকানোর কত নম্বরে ওয়ার্নার

আইপিএলে সবচেয়ে বেশি রান হাঁকানোর তালিকায় ওয়ার্নার ৪৯৮১ রান হাঁকিয়ে চার নম্বরে রয়েছেন। ওয়ার্নারের আগে ১-৩ যথাক্রমে বিরাট কোহলি (৫৬৬৮ রান), সুরেশ রায়না (৫৩৬৮রান) ও রোহিত শর্মা (৫১১৪ রান) রয়েছেন।

প্রথম বিদেশি হিসাবে মাইলস্টোন গড়বেন ওয়ার্নার

প্রথম বিদেশি হিসাবে মাইলস্টোন গড়বেন ওয়ার্নার

প্রসঙ্গত আইপিএলে পাঁচ হাজার রান হাঁকানোর ক্লাবে কোনও বিদেশি ক্রিকেটার নেই। ওয়ার্নার এদিন ১৯ রান হাঁকিলে আইপিএলে ৫০০০ রানের এলিট ক্লাবে তিনিই প্রথম বিদেশি ক্রিকেটার হবেন। প্রসঙ্গত এবছর ওয়ার্নারের ব্যাটে ৭ ইনিংস শেষে ২৭৫ রান এসেছে। ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

মাইলস্টোনের সামনে ধোনি

মাইলস্টোনের সামনে ধোনি

এদিন সানরাইজার্সের বিরুদ্ধে একটি মাত্র ক্যাচ অথবা স্টাম্প করতে পারলে উইকেটকিপার হিসেবে ১৫০ আইপিএল শিকার করে ফেলবেন ধোনি। অন্যদিকে ৫৪ রান করলে ফ্যাফ ডু'প্লেসিস চেন্নাইয়ের হয়ে ২০০০ রান পূর্ণ করবেন।

জানেন কি আইপিএলের ইতিহাসে এখনও ফাইনাল খেলেনি কোন দল? ১২ বার অধিনায়ক বদল কোন টিমেজানেন কি আইপিএলের ইতিহাসে এখনও ফাইনাল খেলেনি কোন দল? ১২ বার অধিনায়ক বদল কোন টিমে

English summary
Ipl 2020: Warner need 19 runs for 5000 runs in IPl,Dhoni need 1 dismissals for 150 ipl wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X