For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-চিন সীমান্ত সমস্যার সমালোচনায় চাপের মুখে আইপিএল থেকে সরে দাঁড়াল ভিভো

ভারত-চিন সীমান্ত সমস্যার সমালোচনায় চাপের মুখে আইপিএল থেকে সরে দাঁড়াল ভিভো

  • |
Google Oneindia Bengali News

চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় সারা দেশ জুড়ে সমালোচনার জেরে আসন্ন আইপিএল থেকেই সরে দাঁড়ল ভিভো। সর্বভারতীয় ইংলিশ সংবাদপত্রের করা খবর অনুযায়ী,আইপিএলে চিনা সংস্থাকে রেখে দেওয়ায় বিসিসিআইয়ের উপর চাপ তৈরি হয়। এরপরই টুর্নামেন্টের মূল টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভো আমিরশাহী আইপিএল ২০২০ থেকে সরে দাঁড়িয়েছে।

আইপিএলে চিনা সংস্থা থাকায় ক্ষোভ

আইপিএলে চিনা সংস্থা থাকায় ক্ষোভ

রবিবার আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর টুর্নামেন্টর দিনক্ষণ জানানো হয়। চিনের সঙ্গে সীমান্ত সমস্যা থাকলেও এবছর আইপিএলে চিনা সংস্থা ভিভোই টাইটেল স্পনসর হিসেবে চলেছে বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এরপরই ভিভোর উপস্থিতি ঘিরে নেটদুনিয়ায় জোর সমালোচনা শুরু। চিনের সংস্থা আইপিএলে থাকলে লিগ দেখা বর্জন করার নিয়েও দাবি ওঠে।

ভারতকে অপমান করল বিসিসিআই,এমনই দাবি উঠছে

ভারতকে অপমান করল বিসিসিআই,এমনই দাবি উঠছে

ভারতকে অপমান করল বিসিসিআই,এমনই দাবি করে সংঘ পরিবারের শাখা সংগঠনের এক কর্তা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'ভারতীয় সেনারা যখন সীমান্তে চিনের সোনাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিচ্ছেন। প্রতিনিয়ত যুদ্ধে পরিবেশ তৈরি হয়ে রয়েছে।দেশজুড়ে চিনা অ্যাপ বর্জন করা হয়েছে। সেখানেই উল্টো পথে হেঁটে বিসিসিআই ভিভোর মতো চিনা সংস্থাকে আইপিএলের স্পনসর হিসেবে রেখে দিয়ে দেশকে অসম্মান করল।'

সরে দাঁড়াল ভিভো

সরে দাঁড়াল ভিভো

এরপরই স্পনসর হিসেবে আইপিএলের সঙ্গে থাকার বিষয় ভেবে দেখে ভিভো। চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার পর চিনা সংস্থা ভিভোর ব্র্যান্ড ইমেজ ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ভারত জুড়ে এখন চিনের পণ্য বর্জন করা হচ্ছে। দেশে ইতিমধ্যে একশোর বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ। এবার আইপিএলের সঙ্গে যুক্ত থাকলে ভিভোকে ভারতীয় জনতার আরও বড় রোষের মুখে পড়তে হতে পারে বলে সংস্থা আশঙ্কা করে।

সেই কারণেই দুই দেশের মধ্যে রাজনৈতিক সমীকরণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবছরের জন্য ভিভো আইপিএল থেকে সরে দাঁড়াল বলে খবর।

লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষ

লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষ

প্রসঙ্গত গত ১৫ জুন লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। এরপরেই দেশজুড়ে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভোর সম্পর্ক ছেদের পক্ষে সওয়াল উঠেছিল। বোর্ড ভিভোর সঙ্গে থাকার বিষয়ে নিশ্চয়তা দিলেও শেষ পর্যন্ত নিজেদের ইমেজ খারাপ না করতে চেয়ে সরে দাঁড়াল চিনা সংস্থা।

English summary
IPL 2020 : VIVO wanted to quit IPL 2020 for growing criticism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X