For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ধোনিকে গব্বর ও ওয়াটসনকে ডিজেল গাড়ি কেন বললেন বীরেন্দ্র সেহওয়াগ

আইপিএল ২০২০: ধোনিকে গব্বর ও ওয়াটসনকে ডিজেল গাড়ি কেন বললেন বীরেন্দ্র সেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

ওল্ড ইস গোল্ড। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফর্মে ফেরা শেন ওয়াটসনকে এবার ডিজেল ইঞ্জিন বললেন বীরেন্দ্র সেহওয়াগ। রবিবার দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৮৩ রান হাঁকিয়ে চেন্নাইকে জয়ের ছন্দে ফিরিয়েছেন ওয়াটসন। আইপিএল ২০২০তে এবছর ওয়াটনের ছন্দে না থাকা নিয়ে চেন্নাই শিবিরে চিন্তা বাড়ছিল। শেষ পর্যন্ত ওয়াটসন পুরনো ছন্দ ফিরে পেতে স্বস্তি ফিরল সিএসকেতে।

একনজরে ওয়াটসনের ইনিংস

একনজরে ওয়াটসনের ইনিংস

রবিবার ৫৩ বলে ৮৩ রান করেছেন ওয়াটসন। সেই সঙ্গে ডুপ্লেসিসকে সাথে নিয়ে ১৮১ রানের পার্টনারশিপে ১০ উইকেটে ম্যাচ জিতেছে চেন্নাই। এমন বিধ্বংসী ইনিংস দেখে বীরেন্দ্র সেওয়াগ তাঁকে 'ডিজেল ইঞ্জিন'-এর সঙ্গে তুলনা করেছেন।

কী বললেন সেহওয়াগ

কী বললেন সেহওয়াগ

বীরুর কথায়, '‌ওয়াটসন যেভাবে ফ্যাফের সঙ্গে ইনিংসকে টেনেছেন, মনে হল ডিজেল গাড়ি অনায়াসে রাস্তার পর রাস্তা অতিক্রম করছে।'‌

নিজের ইনিংস নিয়ে কী বললেন ওয়াটসন

নিজের ইনিংস নিয়ে কী বললেন ওয়াটসন

ম্যাচ শেষে ওয়াটসন এবার থেকে ধারাবাহিকতা ধরে রাখার কথা জানালেন। ওয়াটসনে বলেন, 'আমার প্রতি ধৈর্য্য রাখার জন্য আমার ক্যাপ্টেন এম এস ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ দিতে চাই। তাঁরা কঠিন পরিস্থিতিতে আমার পাশে থেকেছেন। আইপিএল বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে যাওয়া বড় চ্যালেঞ্জ।'

ধোনিকে কেন গব্বর বললেন সেওয়াগ

ধোনিকে কেন গব্বর বললেন সেওয়াগ

অন্যদিকে, এম এস ধোনির অধিনায়কত্বের প্রশংসা করেছেন সেহওয়াগ। মাহিকে নিয়ে সেওয়াগ জানিয়েছেন, 'গব্বর ধোনি যেভাবে ১৮তম ওভারে শার্দুলকে আনল, ওখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। বাকি কাজটা চেন্নাইয়ের দুই ওপেনার করে দিল।'

English summary
IPL 2020: Virender Sehwag refers Dhoni as Gabbar and Watson as diesel engine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X