ফ্যানেদের জন্য খারাপ খবর, কোয়ারেন্টাইন শেষেও এখনই মাঠে নামতে পারবেন না দীনেশ -রোহিতরা
কাউন্ট ডাউন শুরু, আমিরশাহী আইপিএলে মাঠে বল গড়াতে আর মাত্র ২২ দিনের অপেক্ষা। তার আগে ৮ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই আমিরশাহী ও দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি ক্রিকেটাররাও একে একে আমিরশাহী এসে পৌঁছছেন। সেখানে ৬ দিনের কোয়ারেন্টাইনে থেকে প্রস্তুতিতে নামবেন ক্রিকেটাররা। এর মাঝেই ক্রিকেট ফ্যানেদের জন্যে খারাপ খবর।

কলকাতা ফ্যানেদের জন্য খারাপ খবর
গত বৃহস্পতিবার দুবাই পৌঁছে গিয়েছিল কেকেআর। ছয় দিন ধরলে ইতিমধ্য়ে নাইট ক্রিকেটারদের আইসোলেশন পর্ব শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু দীনেশ কার্তিক-শুভমান গিলরা এখনও মাঠে অনুশীলন শুরু করতে পাচ্ছেন না। জানা গিয়েছে আরও ৭ দিন নাইট দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্যেও খারাপ খবর
শুধু কেকেআর নয় মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্যেও খারাপ খবর। এখনই রোহিত-হার্দিকদের মাঠে নামতে দেখা যাচ্ছে না।

কেন মাঠে নামা হচ্ছে না নাইট ও মুম্বই ক্রিকেটারদের?
আইপিএল খেলতে কেকেআর ও মুম্বই দলই আমিরশাহীর আবুধাবি শহরে রয়েছে। বোর্ডের পক্ষ থেকে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হলেও আবুধাবির স্থানীয় প্রশাসনের কোভিড প্রোটোকল অনুযায়ী, সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা গিয়েছে। এই কারণেই মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর এখনও প্রস্তুতিতে নেমে পড়ার অনুমতি পায়নি।

কোন শহরে কটি ম্যাচ
আইপিএলের ৫৬টি ম্যাচের মধ্যে আবুধাবি ও দুবাইতে ২১টি করে ম্যাচ রয়েছে। এবং সারজায় ১৪টি ম্যাচ রয়েছে।
সিপিএলে পঞ্চম জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে নাইটব্রিগেড, প্রতিপক্ষ কারা, কখন ম্যাচ দেখবেন জেনে নিন