For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : প্রস্তুতি ম্যাচেই কোহলি ব্রিগেডের হার, একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল কোন দল?

আইপিএল ২০২০ : প্রস্তুতি ম্যাচেই কোহলি ব্রিগেডের হার, একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল কোন দল?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আর একদিন পরেই শুরু হচ্ছে আইপিএল। দলগুলির শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারই মাঝে এল দুঃসংবাদ যে টু্র্নামেন্টের প্রস্তুতি ম্যাচে হেরে গেল বিরাট কোহলি শিবির। জিতল কোন দল, তা জেনে নিন চট করে।

টিম চাহালের বিরুদ্ধে হার

টিম চাহালের বিরুদ্ধে হার

২১ সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তার আগে দুবাইতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিলেন বিরাট কোহলিরা। তাতে হারের মুখ দেখতে হল আরসিবি অধিনায়ককে। বিরাট শিবিরকে হারিয়ে দিল টিম যুজবেন্দ্র চাহাল শিবির।

জ্বলে উঠলেন ডিভিলিয়ার্স

জ্বলে উঠলেন ডিভিলিয়ার্স

দুবাইয়ের এই প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে যুজবেন্দ্র চাহালের দল। বোলিং সহায়ক উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান তোলে তারা। ৩৩ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স। বিরাট কোহলি শিবিরের হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ম্যাচে ৪ ওভার বল করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনও।

বিরাট শিবিরের জবাব

বিরাট শিবিরের জবাব

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল শুরুটা ভালো করলেও শেষরক্ষা হয়নি। ম্যাচ হারতেই হয় অধিনায়ক শিবিরকে। টিম যুজবেন্দ্র চাহালের হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার শাহবাজ আহমেদ।

১০০ শতাংশ জয়ের রেকর্ড

১০০ শতাংশ জয়ের রেকর্ড

প্রস্তুতি ম্যাচ হলেও এই পর্যায়ে অধিনায়ক যুজবেন্দ্র চাহালের জয়ের রেকর্ড একশো শতাংশ। সেই পরিসংখ্যানে খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানজেমেন্ট। বিরাটের অবর্তমানে চাহাল যে দুর্দান্তভাবে দল পরিচালনা করতে পারবেন, সে ব্যাপারে নিশ্চিত আরসিবি ফ্যানরাও।

English summary
IPL 2020 : Team Yuzvendra Chahal beat Team Virat Kohli in RCB's warm-up match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X