For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: অর্ধশতরান করেও ব্যর্থ কেকেআরের নেতা কার্তিক, প্রস্তুতি ম্যাচে জিতল কারা?

আইপিএল ২০২০ : অর্ধশতরান করেও ব্যর্থ কেকেআরের নেতা কার্তিক, জিতল কারা?

  • |
Google Oneindia Bengali News

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল ২০২০ শুরু হলেও তার চার দিন পর অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই মতো শাহরুখ খান শিবিরের প্রস্তুতি চলছে চরমে। ইতিমধ্যে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। সাম্প্রতিক ম্যাচে অধিনায়ক দীনেশ কার্তিকের দলকে পরাজয়ের মুখ দেখতে হল।

গিল একাদশের কাছে হার

গিল একাদশের কাছে হার

অনুশীলন ম্যাচ উপলক্ষ্যে কেকেআর শিবিরকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি দলের নেতৃত্ব দেন অধিনায়ক দীনেশ কার্তিক। অন্য দলের অধিনায়ক ছিলেন তরুণ শুভমান গিল। তবে ম্যাচে অভিজ্ঞ কার্তিক একাদশকে টপকে যায় শুভমান শিবির। ৫ রানের ব্যবধানে ম্যাচের ফয়সলা নির্ধারণ হয়।

দুর্দান্ত কার্তিক শেষ পর্যন্ত আর পারলেন না

দুর্দান্ত কার্তিক শেষ পর্যন্ত আর পারলেন না

আইপিএলের ওই প্রস্তুতি ম্যাচে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেও শেষরক্ষা করতে পারেননি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শেষ ওভারের প্রথম বলে আউট হয়ে যান তিনি। ৬ বলে ১০ রান বাকি থাকা অবস্থায় দুর্দান্ত ইয়র্কারে কার্তিককে বোল্ড করেন লোকি ফার্গুসন।

চালিয়ে খেলেন রিঙ্কু ও নায়েক

চালিয়ে খেলেন রিঙ্কু ও নায়েক

ম্যাচে বেশ কয়েকটি বড় বড় ছক্কা হাঁকান কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং নিখিল নায়েক। তাঁরা যথাক্রমে ২৭ ও অপরাজিত ৪৮ রান করেন।

যোগ দেবেন কামিন্স

যোগ দেবেন কামিন্স

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ শেষ হয়েছে বুধবার। আইপিএল খেলতে শুক্রবার দুই দেশের ক্রিকেটার আমিরশাহীতে পৌছবেন বলে জানানো হয়েছে। কেকেআরের অন্যতম ভরসা অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের অপেক্ষা চলছে। সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল শাহরুখ খান শিবির।

জন্মদিনে ম্যানকাডিং নিয়ে বিদ্রুপের জবাব অশ্বিনের, চেয়ে নিলেন ১ দিনজন্মদিনে ম্যানকাডিং নিয়ে বিদ্রুপের জবাব অশ্বিনের, চেয়ে নিলেন ১ দিন

English summary
IPL 2020 : Team Shubman Gill beat Team Dinesh Karthik in practice match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X