আইপিএল ২০২০ : সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা।

সানরাইজার্স হায়দরবাদের শক্তি
ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার সানরাজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, মহম্মদ নবি হায়দরাবাদের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ।
বোলিং : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের প্রধান শক্তি ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও আফগানিস্তানের স্পিনার রশিদ খান। খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল দলের বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ।

সানরাইজার্স হায়দরাবাদের দুর্বলতা
আইপিএল ২০২০-এর প্রথম দুই ম্যাচ হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে দলের শক্তিশালী ব্যাটিং বিভাগ। একই সঙ্গে হায়দরাবাদের দামী বোলিং বিভাগও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

দিল্লি ক্যাপিটালসের শক্তি
ব্যাটিং : দুর্দান্ত ফর্মে থাকা তরুণ পৃথ্বী শ, ঋষভ পন্থ, অধিনায়ক শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন শিখর ধাওয়ান, মার্নাস স্টোইনিসের মতো ব্যাটসম্যানরা।
বোলিং : গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, ভারতীয় স্পিনার অমিত মিশ্র, অক্ষর প্যাটেলরা আজও দিল্লি ক্যাপিটালসের শক্তি হয়ে উঠত পারেন।

দিল্লি ক্য়াপিটালসের দুর্বলতা
প্রথম ম্যাচে চোট পাওয়া রবিচন্দ্রণ অশ্বিন, আজকের ম্যাচেও কার্যত অনিশ্চিত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে দিল্লি ক্য়াপিটালসকে।
আইপিএল ২০২০তে টানা তিনটি জয় অথবা হার! হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দিল্লি-হায়দরাবাদ দুই দলই