For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই, শক্তিতে কে কাকে টেক্কা দেবে, কার দুর্বলতাই বা কী, মেপে নেওয়া যাক

আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই, শক্তিতে কে কাকে টেক্কা দেবে, কার দুর্বলতাই বা কী, মেপে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে আইপিএল ২০২০-তে মজে গিয়েছে বিশ্ব। সন্ধ্যায় সব কাজ ফেলে টিভির সামনে কিংবা মোবাইল খুলে বসে পড়ছেন ক্রিকেট প্রেমীরা। সেই উন্মদনা দ্বিগুন হতে চলেছে বুধবার। কারণ এদিন টুর্নামেন্টে এবার প্রথমবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ দুর্ধর্ষ মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক।

নাইট রাইডার্সের শক্তি

নাইট রাইডার্সের শক্তি

ব্যাটিং বিভাগ : অল-রাউন্ডার সুনীল নারিন, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। শুভমান গিল, নীতীশ রানা গত তিন বছর ধরে নাইট রাইডার্সের ব্যাটিং বিভাগকে ভরসা জুগিয়ে আসছেন। এবার তাঁরা আগের থেকেও বেশি ক্ষুরধার হয়েছে। বাড়তি পাওনা হিসেবে দলে মজুত রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।

বোলিং বিভাগ : সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কেনা অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স কেকেআরের বোলিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ স্পিনারও। তরুণ শিবম মাভি, কমলেশ নাগারকোটি, সন্দীপ ওয়ারিয়রদের পেস, বাউন্স এবং সুইং অনবদ্য।

নাইট রাইডার্সের দুর্বলতা

নাইট রাইডার্সের দুর্বলতা

আইপিএল ২০২০-তে কেকেআরের প্রথম দলে যতটা ভারসাম্য রয়েছে, রিজার্ভ বেঞ্চ ততটা শক্তিশালী এবং অভিজ্ঞ নয়। প্রথম সারির ক্রিকেটারদের বাদ দিলে রিঙ্কু সিং, সিদ্ধেশ লাড, নিখিল নায়েকদের আইপিএলের রেকর্ড ততটাও আশাব্যঞ্জক নয়। দলে বিশেষজ্ঞ অল-রাউন্ডারের অভাব ভোগাতে পারে কেকেআর-কে।

মুম্বই ইন্ডিয়ান্সর শক্তি

মুম্বই ইন্ডিয়ান্সর শক্তি

ব্যাটিং বিভাগ : অধিনায়ক রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডের মতো নাম রয়েছে যে দলের ব্যাটিং লাইন আপে, তাঁদের আর অন্য কোনও দিকে তাকাতে হয় না। অল-রাউন্ডার হিসেবে ক্রুনাল পান্ডিয়ার পারফরম্যান্সও অনবদ্য।

বোলিং বিভাগ : ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, ক্রুনাল পান্ডিয়া সম্বৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ আইপিএল ২০২০-এর অন্যতম সেরা।

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতা

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতা

ধারাবাহিকতার অভাব এবারের আইপিএলে ভোগাতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে বিশ্বমানের বোলিং বিভাগ শুরুটা ভাল করেও পরে খেই হারিয়ে ফেলে। তা পরবর্তী ম্যাচগুলিতে করলে চলবে না। প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেনি বিধ্বংসী রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া।

English summary
IPL 2020 : Strength and weaknesses of Kolkata Knight Riders and Mumbai Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X