For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : মুখোমুখি কলকাতা ও পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কে? ম্যাচের স্থান ও সময়

আইপিএল ২০২০ : মুখোমুখি কলকাতা ও পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কে? ম্যাচের স্থান ও সময়

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার প্রথম তিন স্থানে জায়গা হবে দীনেশ কার্তিকদের। অন্যদিকে কেকেআরকে না হারালে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যাবে কেএল রাহুলের দল। তাই দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলাই যায়। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা।

কেকেআরের শক্তি ও দুর্বলতা

কেকেআরের শক্তি ও দুর্বলতা

শক্তি : শুভমান গিল, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের প্রধান শক্তি। অভিজ্ঞ প্যাট কামিন্স, সুনীল নারিনের পাশাপাশি তরুণ শিবম মাভি, কমলেশ নাগারকোটি ও বরুণ চক্রবর্তীর তারুণ্য কেকেআরের বোলিং বিভাগে ভারসাম্য এনেছে।

দুর্বলতা : ব্যাট হাতে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন কেকেআর ওপেনার সুনীল নারিন। অধিনায়ক দীনেশ কার্তিক, অল-রাউন্ডার আন্দ্রে রাসেল এখনও ছন্দ ধরতে পারেননি। আর সেটাই শাহরুখ খানের দলের প্রধান দুর্বলতা।

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

শক্তি : কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান শক্তি। কেকেআরের বিরুদ্ধে ক্রিস গেইল খেললে পাঞ্জাবের শক্তি যে আরও বৃদ্ধি পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

দুর্বলতা : কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল ছাড়া টুর্নামেন্টে এখনও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবের কোনও ব্যাটসম্যান। অন্যদিকে মহম্মদ শামি ছাড়া খুব একটা সফল নন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যান্য বোলাররাও।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন দীনেশ কার্তিকরা। অন্যদিকে কার্যত ডু অর ডাই পরিস্থিতিতে এই ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব। এখনও পর্যন্ত টুর্নামেন্ট যতটা এগিয়েছে, তাতে শক্তিতে কেএল রাহুলের দলের থেকে দীনেশ কার্তিক শিবির যে এগিয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কোথায় এবং কখন হবে ম্যাচ

কোথায় এবং কখন হবে ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসের ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

English summary
IPL 2020 : Strength and weaknesses of KKR and KXIP, place and time of the match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X