আইপিএল ২০২০ : মুখোমুখি পাঞ্জাব ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০-এর শেষ চারে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে বাকি দলগুলির। তাতে এগিয়ে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে এবার রাজস্থান রয়্যালস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপটও জেনে নেওয়া যাক।

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা
শক্তি : অধিনায়ক কেএল রাহুল, ক্রিস গেইল দলের ব্যাটিংয়ের প্রধান শক্তি। সুস্থ থাকলে মায়াঙ্ক আগরওয়ালও পাঞ্জাবের অন্যতম স্তম্ভ হতে চলেছেন। দলের বোলিং বিভাগকে ভরসা জোগাচ্ছেন মহম্মদ শামি, অর্শদীপ সিং, ক্রিস জর্ডনের মতো বোলাররা।
দুর্বলতা : ধারাবাহিকতার অভাবই কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান দুর্বলতা।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : অধিনায়ক স্টিভ স্মিথ, বেন স্টোকস, সঞ্জু স্যামসন দলের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপালের মতো বোলাররাও।
দুর্বলতা : চলতি আইপিএলে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেন স্টোকস ও সঞ্জু স্যামসন যে পারফরম্য়ান্স দিয়েছেন, তা আগে করতে পারলে আরও কয়েকটি ম্য়াচ বেশি জিততে পারত রয়্যালস।

ম্যাচের প্রেক্ষাপট
১২ ম্যাচে খেলে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। শুক্রবারের ম্যাচ জিতলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর রাস্তা মসৃণ হবে কেএল রাহুলদের। অন্যদিকে ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করা রাজস্থান রয়্যালসের কাছেও প্লে-অফে পৌঁছনোর সুযোগ তৈরি হবে, যদি তারা পাঞ্জাবকে হারিয়ে দেয়।

কোথায় এবং কখন ম্যাচ
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।
আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট