For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: করোনাকে নো কেয়ার! দুবাইয়ের সৈকতে কিংস ইলেভেন ও সানরাইজার্স

আইপিএল ২০২০: করোনাকে নো কেয়ার! দুবাইয়ের সৈকতে কিংস ইলেভেন ও সানরাইজার্স

  • |
Google Oneindia Bengali News

খেলতে এসেছি বিনোদন করতে নয়! আমিরশাহীতে আইপিএল খেলতে এসে কড়া ভাষায় কোভিড প্রোটোকল মেনে চলতে বলেছিলেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়কের সেই প্রতিক্রিয়ার পর বাস্তবে ধরা পড়ল একেবারে অন্য চিত্র।

দুবাইয়ের সৈকতে খালি গায়ে ক্রিকেটাররা

দুবাইয়ের সৈকতে খালি গায়ে ক্রিকেটাররা

আইপিএলে কোভিড আটকাতে প্রতি মুহূর্তে বায়ো বাবল নিয়ে যখন সচেতন থাকতে বলা হচ্ছে তখনই করোনাকে নো কেয়ার কিংস ইলেভেন পাঞ্জাবের।

শামি-মায়াঙ্কদের মুখে নেই মাস্ক

শামি-মায়াঙ্কদের মুখে নেই মাস্ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবি-ভিডিওতে দেখা গিয়েছে, টিম বন্ডিং সেশন হিসেবে ক্রিকেটার-স্টাফেরা দুবাইয়ের সমুদ্র সৈকতে সময় কাটিয়েছেন। যেখানে মহম্মদ শামি-মায়াঙ্ক আগারওয়ালদের মুখে কোনও মাস্ক ছিল না। শুধু তাই নয় পাঞ্জাব শিবিরে একাধিক ক্রিকেটারকে বিচে খালি গায়ে সময় কাটাতেও দেখা যায়।

 দূরত্ব বিধির বালাই নেই, বিচ ভলিতে মেতে সানরাইজার্স

দূরত্ব বিধির বালাই নেই, বিচ ভলিতে মেতে সানরাইজার্স

অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের পর দুবাইয়ের সমুদ্রসৈকতে বিচ ভলি খেলল সানরাইজার্স দল। সেখানেও ক্রিকেটারদের মুখে মাস্ক না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। দূরত্ববিধি নিয়েও দলের মধ্যে কোনও সচেতনতা চোখে পড়েনি। এরপরই নেটদুনিয়ায় ক্রিকেট সমর্থকরা করোনা নিয়ে দুই দলের এমন গা ছাড়া মানসিকতার সমালোচনা করেছেন।

আইপিএলে করোনা ধাক্কা

আইপিএলে করোনা ধাক্কা

প্রসঙ্গত ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস দলে মোট ১৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যেখানে দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়় কোভিড ভাইরাসে আক্রান্ত হন। পাশাপাশি দলে আরও ১২ জন স্টাপোর্ট স্টাফ করোনা সংক্রমিত হয়েছেন।

English summary
IPL 2020: SRh With Day Out At Dubai Beach after Kigns xi punjab Despite Rising COVID-19 Cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X