For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: মনীশ-বিজয়ের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে কামব্যাক সানরাইজার্সের

আইপিএল ২০২০: মনীশ-বিজয়ের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে কামব্যাক সানরাইজার্সের

  • |
Google Oneindia Bengali News

ওয়ার্নার-বেয়াস্টার ব্যাটিং দাপট ছাড়াই ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে রাজস্থানের বিরুদ্ধে ১৫৪ রান তাড়া করতে নেমে মিডল অর্ডারের মনীশ পান্ডে ও বিজয় শংকরের চওড়া ব্যাটে ভর করে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল ২০২০তে টানা ৩ ম্যাচে হারার পর অবশেষে জয়ের ছন্দে ফিরল ওয়ার্নার অ্যান্ড কোম্পানি। আইপিএল ২০২০তে এই প্রথম রান তাড়া করতে নেমে ম্যাচ জিতল সানরাইজার্স। দুই ডানহাতির ৯৭ বলে ১৪০ রানের পার্টনারশিপে ম্যাচ জিতল হায়দরাবাদ।

আইপিএল ২০২০: মনীশ-বিজয়ের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে কামব্যাক সানরাইজার্সের

ব্যাট হাতে মনীশ পান্ডে এদিন আইপিএল কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললেন। ৪৭ বলে ৮৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি। ম্যাচে ৪টি চার ও ৮টি ছক্কা হাঁকান মনীশ। সানরাইজার্সের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ১৭৬-এর স্ট্রাইট রেটে ব্যাটিং করেন। তাঁকে যোগ্য সংগত দিলেন বিজয় শংকর। ৫১ বলে ৫২ রান অপরাজিত থেকে দলকে জেতালেন বিজয়। শংকরের ইনিংস ৬টি চার দিয়ে সাজানো।

পাওয়ার প্লেতে এদিন ওয়ার্নার-বেয়ারস্টোর উইকেট তুলে নিয়েও রাজস্থান ম্যাচ জিততে পারল না। ম্যাচে জোফরা আর্চার পাওয়ার প্লেতে সানরাইজার্সের ২ ওপেনারকে ফিরিয়ে জোর ধাক্কা দেন। ম্যাচে নির্ধারিত ৪ ওভারে ২১ রান খরচে জোফরা ২টি উইকেট পেলেও বাকিটা উইকেটহীন থাকায় রাজস্থান এদিন সানরাইজার্সের উপর চাপ তৈরি করতে পারেনি। ফলে রান তাড়া করতে অনায়াসে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ।

এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফে লড়াইয়ে কামব্যাক করল ওয়ার্নাররা। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় কেকেআর চার নম্বর রয়েছে। এদিন নিজেদের সেরারা দিয়ে ম্যাচ জিতে সানরাইজার্স, পয়েন্ট টেবিলে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করে দিল।

English summary
IPl 2020: SRH beat RR, Manish Pandey-Vijay Shankar's 140 runs partner help srh to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X