For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: দিল্লি বধে নায়ক হয়ে চোখের জলে ম্যাচ সেরা পুরস্কার প্রয়াত মাকে উৎসর্গ রশিদ খানের

আইপিএল ২০২০: দিল্লি বধে নায়ক হয়ে চোখের জলে ম্যাচ সেরা পুরস্কার প্রয়াত মাকে উৎসর্গ করলেন রশিদ

  • |
Google Oneindia Bengali News

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিইল ২০২০তে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম জয়। সৌজন্য রশিদ খানের ৩ উইকেট। নির্ধারিত ৪ ওভারে ১৪ রান খরচে ৩ উইকেট তুলে নেন রশিদ। ম্যাচের সেরাও হয়ে আফগানিস্তানের লেগ স্পিনার।

চোখের জলে ম্যাচ সেরা পুরস্কার প্রয়াত মাকে উৎসর্গ

চোখের জলে ম্যাচ সেরা পুরস্কার প্রয়াত মাকে উৎসর্গ

ম্যাচ সেরা পুরস্কার পেয়ে চোখ জল ধরে রাখতে পারেননি রশিদ খান। চলতি বছরের শুরুতে মাকে হারিয়েছেন রশিদ। চোখের জলে আইপিএল ২০২০তে প্রথম ম্যাচ সেরার পুরস্কার প্রয়াত মাকে উৎসর্গ করলেন তিনি। উল্লেখ্য চলতি বছরের জুনে মাকে হারান রশিদ খান।

রশিদের স্পিন ভেল্কিতে দিল্লি কুপোকাত

রশিদের স্পিন ভেল্কিতে দিল্লি কুপোকাত

ম্যাচে দুই দলের লেগ স্পিনারই লড়াইয়ে মোড় ঘুরিয়ে দেয়। দিল্লির হয়ে অমিত মিশ্র ৩৫ রান খরচে ২টি উইকেট নিয়েছিলেন। জবাবে সানরাইজার্সের লেগ স্পিনার রশিদ খান ১৪ রান খরচে ৩টি উইকেটে নিয়েছেন।

 রশিদের স্পিনে কাবু কারা?

রশিদের স্পিনে কাবু কারা?

শিখর ধাওয়ানে শুরু, ঋষভ পন্থে শেষ! ম্যাচে প্রথমে শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে ব্রেক থ্রু দেন রাশিদ। ৩১ বলে ৩৪ রান করে শিখর সাজঘরে ফেরেন। এরপর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ঝুঁকিপূর্ণ শট খেলতে বাধ্য করে আফগান স্পিনার তাঁকে ১৭ রানে আউট করেন। পরে ঋষভ পন্থও বড় শট খেলার ঝুঁকি নিয়ে ২৮ রানে রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

 রশিদের স্পিনই পার্থক্য গড়ে দিল

রশিদের স্পিনই পার্থক্য গড়ে দিল

১৬৩ রানের টার্গেট তাড়া করা অবস্থায় দিল্লিকে ম্যাচে জাঁকিয়ে বসায় আগেই রশিদ তুখোড় ব্যাটসম্যানদের আউট করে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানে ইনিংস শেষ করে। ১৩তম আইপিএলে সানরাইজার্সের প্রথম জয় এল ১৫ রানে।

English summary
IPL 2020,SRH beat DC win by 15 runs:Rashid Khan struggled to hold back tears, dedicating MOM to late mother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X