আইপিএল ২০২০: 'কাম অন...সিট বেল্ট বেঁধে নিন', আরসিবি-মুম্বই রুদ্ধশ্বাস ম্যাচ দেখে কী লিখলেন সৌরভ
আইপিএল ২০২০-তে একের পর এক থ্রিলার ম্যাচ। রবিবার ২২৪ রান তাড়া করে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন রাহুল তেওয়াটিয়া। সোমবার আরও একটি রুদ্ধশ্বাস লড়াই। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের পকেট ডাইনামাইট ঈশান কিশানের ব্যাটে ৫৮ বলে ৯৯! এখানেই শেষ নয়, থ্রিলার এনকাউন্টারে ২৪ বলে ৬০ হাঁকিয়ে স্কোরবোর্ডে ২০১ রান তুলে আরসিবির বিরুদ্ধে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান পোলার্ড। বাধা কাটিয়ে ১৩ তম আইপিএল শুরুর প্রথম কয়েক সপ্তাহে এমন একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুগ্ধ বিসিসিআই প্রেসিডেন্ট। টুইটে বিরাট বনাম রোহিত মহারণ নিয়ে লিখলেন মহারাজ।

কী লিখলেন সৌরভ
থ্রিলার লড়াই দেখে তৃপ্ত সৌরভ লিখেছেন, 'কাম অন... এটাই আইপিএলের উত্তেজনা! এটাই আইপিএলের আকর্ষণ,প্রতিদিন এমন রোমহর্ষক ম্যাচ দেখার অপেক্ষাতেই টিভিতে চোখ রাখা, এককথায় মুম্বই বনাম আরসিবি ম্যাচ অনবদ্য! এমন আরও উত্তেজক ম্যাচ দেখার জন্য সিট বেল্ট বেঁধে নিন। '

প্রশংসায় ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকর
সুপার ওভারে ফয়সলা হওয়া ম্যাচের প্রশংসা করে কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, 'অবিশ্বাস্য ক্রিকেট, দুই দলই দারুণ ক্রিকেট উপহার দিল। এই ম্যাচকে ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না।'

সুপার ওভারে নায়ক নভদীপ
নির্ধারিত ২০ ওভারে দুই দলই ২০১ রানে ইনিংস শেষ করে। ম্যাচ এরপর সুপার ওভারে গড়ালে মুম্বইকে ৭ রানে বেধে রাখেন নভদীপ সাইনি। মুম্বইয়ের পোলার্ড-হার্দিকদের সমানে মাত্র ৭ রান খরচ করেন নভদীপ, যার মধ্যে একটি চার রয়েছে। এই রান তাড়া করে সুপার ওভারে ১ ১ রান হাঁকিয়ে আরসিবি ম্যাচ জিতে নেয়। নভদীপের কৃপণ বোলিংয়েই সুপার ওভার জিতে আরসিবি ২পয়েন্ট পেল বলে বিরাট প্রতিক্রিয়া দিয়েছেন।

থ্রিলারে মুগ্ধ অনুষ্কা
হৃদকম্পন বাড়িয়ে দেওয়া এমন থ্রিলার লড়াইয়ে মুগ্ধ অনুষ্কা। টুইটে বিরাট ঘরনী লিখেছেন, ম্যাচের প্রতিটি সেকেন্ডে উত্তেজনার পারদ রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল। মজা করে অনুষ্কা সঙ্গে জুড়েছেন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে এমন উত্তেজনা সহ্য করা বোঝহয় একটু বেশিই হয়ে গেল!'
আইপিএল ২০২০: দেশের জার্সিতে প্রায় ৫০০ ম্যাচ খেলেছি, সমালোচকদের একহাত নিয়ে কেন এমন বললেন সৌরভ