আইপিএল ২০২০তে সৌরভের চোখে সেরা ছয় প্রতিভা কারা, কেকেআর থেকে জায়গা পেলেন ৩ ক্রিকেটার
আজ আইপিএল ২০২০-র প্লে অফের ঢাকে কাঠি। দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বই-দিল্লি। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। প্লে অফের পর্দা ওঠার আগে লিগ পর্বের সেরা ছয় প্রতিভাকে বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একনজরে বিসিসিআই সভাপতি সৌরভের চোখে আমিরশাহীতে আয়োজিত ১৩ তম আইপিএলের সেরা ছয় প্রতিভা কারা জেনে নেওয়া যাক।

আরসিবির দেবদূত পড়িক্কল
আইপিএল ২০২০ সেরা ছয় প্রতিভা বাছতে গিয়ে দেবদূত পড়িক্কলকে রেখেছেন সৌরভ। আইপিএলে আরসিবির জার্সিতে অভিষেক ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে নিজের প্রতিভার জাত চেনান দেবদূত পড়িক্কল। ২০ বছরের আনক্যাপ বাঁ-হাতি এই ক্রিকেটারকে দিয়ে ওপেন করিয়ে এবছর দারুণ সফল রয়্যাল চ্যালেঞ্জার্স। মরসুমে ১৪ ম্যাচ খেলে পড়িক্কল ৪৭২ রান হাঁকিয়েছেন। তরুণ ক্রিকেটার মরসুমে এখনও পর্যন্ত ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বয়স মাত্র ২০ এই বয়সে আইপিএলে প্রথম মরসুমে ব্যাট হাতে নজর কাড়লেন পড়িক্কল। যুবরাজ সিংও তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন।

কেকেআরের বরুণ চক্রবর্তী
কেকেআর শিবির থেকে বরুণ চক্রবর্তীকে আইপিএল ২০২০-র সেরা ছয় প্রতিভায় রেখেছেন সৌরভ। কেকেআর জার্সিতে আইপিএলে সফল হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। মরসুমে দু'বার ধোনিকে আউট করে শিরোনামে মিস্ট্রি স্পিনার বরুণ। সেই সঙ্গে নাইটদের আনক্যাপ এই ক্রিকেটার মরসুমে ১৩ ম্যাচ খেলে ১৭ টি উইকেট নিয়েছেন।

কেকেআরের শুভমান গিল
কেকেআর আইপিএলের প্লে অফ না খেলে বিদায় নিলেও শুভমান গিলের পারফর্ম্যান্স ভরসা দিয়েছে। এবছর নাইটদের হয়ে ১৪ ম্যাচ শেষে সবচেয়ে বেশি ৪৪০ রান হাঁকান। মরসুমে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। তাঁকে এবার ১৩ তম আইপিএলের সেরা ছয় প্রতিভায় রাখলেন বিসিসিআই সভাপতি।

কেকেআরের রাহুল ত্রিপাঠী
আইপিএল ২০২০তে ১১ ম্যাচ খেলে কেকেআরের রাহুল ত্রিপাঠীর সংগ্রহ ২৩০ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে এবছর তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৮১।

রাজস্থানের সঞ্জু স্যামসন
লিগের শুরুতে দুটি মেগা ইনিংস খেলে প্রত্যাশা জাগালেও রাজস্থান জার্সিতে পরে জ্বলে উঠতে পারেননি সঞ্জু। তবে মোটের উপর সঞ্জুর আইপিএল মরসুম ভালোই গিয়েছে। ১৪ ম্যাচ খেলে স্যামসন ৩৭৫ রান হাঁকিয়েছেন। রাজস্থান রয়্যালসের ক্রিকেটার আইপিএল ২০২০ থেকে ৩টি হাফ সেঞ্চুরি পেয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব
আইপিএল ২০২০তে ভালো খেলে সৌরভের গুডবুকে জায়গা করে নিতে পেরেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে সূর্যকুমার ১৪ ম্যাচ খেলে ৪১০ রান হাঁকিয়েছেন। তাঁর ব্যাটে ৩টি হাফ সেঞ্চুরি এসেছে।