For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০তে লিগ পর্বে কটি ছক্কা হাঁকাল কেকেআর, বাকি ৭ দলের পরিসংখ্যান কী

আইপিএল ২০২০তে লিগ পর্বে কটি ছক্কা হাঁকাল কেকেআর, বাকি ৭ দলের পরিসংখ্যান কী

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে আজ আবুধাবিতে প্লে অফ নিশ্চিত করার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি আরসিবি। প্লে অফের লড়াইয়ে দুই দল আজ ২ পয়েন্টের খোঁজে। মেগা ডুয়েলে ২০ রানের বেশি ব্যবধানে হারলে বা ২ ওভারে বাকি থাকা অবস্থায় লড়াই হারলে দিল্লি-আরসিবির মধ্য়ে পরাজিত দল আজ চার নম্বরে নেমে আসার আশঙ্কার সামনে রয়েছে। সেক্ষেত্রে তিন নম্বরে উঠে আসবে কেকেআর। দিল্লি বনাম আরসিবি ম্যাচ শুরুর আগে (কেকেআর বনাম রাজস্থান ম্যাচ পর্যন্ত) মরসুমে কটি ছক্কা হল, একনজরে সেই পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

এখনও পর্যন্ত আইপিএলে কটি ছক্কা হয়েছে

এখনও পর্যন্ত আইপিএলে কটি ছক্কা হয়েছে

দিল্লি বনাম আরসিবি ম্যাচের আগে পর্যন্ত চলতি আইপিএলে ৬৫৮টি ছক্কা হয়েছে। আইপিএল ২০২০-র শেষ ম্যাচে কেকেআর বনাম রাজস্থান মহারণে ১৬টি ছক্কা হয়। অন্যদিকে পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচে ৮টি ছক্কা হয়।

মুম্বই দল কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

মুম্বই দল কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

আইপিএল ২০২০তে ১৩ ম্যাচ খেলে মুম্বই দলের ক্রিকেটারদের মিলিতভাবে হাঁকানো ছক্কার সংখ্যা ১০৭টি, মুম্বই এখনও পর্যন্ত ৬৫টি ছক্কা হজম করেছে।

রাজস্থান কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

রাজস্থান কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

কেকেআর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০তে অভিযান শেষ রাজস্থানের। রাজস্থান ১০৫টি ছক্কা হাঁকিয়েছে ও ১২৮টি ছক্কা হজম করেছে।

কিংস ইলেভেন পাঞ্জাব কটি ছক্কা হাঁকাল ও হজম করল

কিংস ইলেভেন পাঞ্জাব কটি ছক্কা হাঁকাল ও হজম করল

কিংস ইলেভেন পাঞ্জাব দল ৯৮টি ছক্কা হাঁকিয়েছে ও ৯৮টি ছক্কা হজম করেছে।

কেকেআরের ছক্কা হাঁকানো ও হজম করার রেকর্ড

কেকেআরের ছক্কা হাঁকানো ও হজম করার রেকর্ড

লিগ পর্বের শেষে কেকেআর আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত ৮৬টি ছক্কা হাঁকায় এবং ৭৬টি ছক্কা হজম করে।

চেন্নাই সুপার কিংস কটি ছক্কা হাঁকাল ও হজম করল

চেন্নাই সুপার কিংস কটি ছক্কা হাঁকাল ও হজম করল

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা মিলিত ভাবে চলতি মরসুমে মোট ৭৫টি ছক্কা হাঁকিয়েছেন এবং ৭৩টি ছক্কা হজম করেছেন।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে নামার আগে দিল্লি কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

আরসিবির বিরুদ্ধে ম্যাচে নামার আগে দিল্লি কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

দিল্লি ক্যাপিটাস দল লিগ পর্বের ১৩ ম্যাচ শেষে ৬৯টি ছক্কা হাঁকিয়েছে এবং ৭১টি ছক্কা হজম করেছে।

আরসিবির হাঁকানো ছক্কার সংখ্যা কত

আরসিবির হাঁকানো ছক্কার সংখ্যা কত

বিরাটের আরসিবি সেখানে ১৩ ম্যাচ শেষে ৫৮টি ছক্কা হাঁকিয়েছে ও ৭৯টি ছক্কা হজম করেছে।

সানরাইজার্স হায়দরাবাদ কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

সানরাইজার্স হায়দরাবাদ কটি ছক্কা হাঁকিয়েছে ও হজম করেছে

১৩ ম্যাচ শেষে সানরাইজার্স এখনও পর্যন্ত ৫৮টি ছক্কা হাঁকিয়েছে ও ৬৮টি ছক্কা হজম করেছে।

আইপিএল ২০২০ : মুম্বই বনাম হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? গেম চেঞ্জার কারা?আইপিএল ২০২০ : মুম্বই বনাম হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? গেম চেঞ্জার কারা?

English summary
Ipl 2020: Sixes hit for & against in 8 teams Statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X