For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : ছন্দে পৃথ্বী, তাই শুভমানের সামনে কড়া চ্যালেঞ্জ, আজকের ম্যাচ অগ্নিপরীক্ষা!

আইপিএল ২০২০ : ছন্দে পৃথ্বী, তাই শুভমানের সামনে কড়া চ্যালেঞ্জ, আজকের ম্যাচ অগ্নিপরীক্ষা!

  • |
Google Oneindia Bengali News

প্রতিযোগিতা একটা চলেই। কেউ মুখে স্বীকার না করলেও, একের অপরকে টেক্কা দেওয়া কিংবা ছাপিয়ে যাওয়ার লড়াই ভিতরে ভিতরে চালিয়েই যাচ্ছেন পৃথ্বী শ এবং শুভমান গিল। টিম ইন্ডিয়া ব্যাটিংয়ের ভবিষ্যত যে এই দুই তারকার ওপরেই দাঁড়িয়ে। তাঁদের লড়াই ওপেনিং স্লট নিয়ে।

প্রথম ম্যাচে ব্যর্থ গিল

প্রথম ম্যাচে ব্যর্থ গিল

গত বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ওপেন করতে নেমে কেকেআর-কে ডুবিয়েছিলেন তরুণ শুভমান গিল। ১১ বলে মাত্র ৭ রান করে তিনি সাজঘরে ফিরেছিলেন।

সফল পৃথ্বী শ

সফল পৃথ্বী শ

দিল্লি ক্যাপিটালসের ওপেনার তথা শুভমান গিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী পৃথ্বী শ, প্রথম ম্যাচে ব্যর্থ হলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। একই ধরনের পারফরম্যান্স আজ কেকেআর তারকা শুভমান গিলের ব্যাট থেকে দেখতে চায় ক্রিকেট দুনিয়া।

কাজটা কঠিন তো বটেই

কাজটা কঠিন তো বটেই

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কেকেআর। ম্যাচে ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, রশিদ খানদের মতো বাঘা বোলারদের ফেস করতে হবে শুভমান গিলকে। ফলে তাঁর কাজ যে সহজ হবে না, তা বলাই যায়। যদিও চেন্নাই সুপার কিংসের শক্তিশালী বোলিং বিভাগের বিরুদ্ধেই জ্বলে ওঠেন পৃথ্বী। একই পারফরম্যান্স গিলের কাছ থেকেও দেখতে চায় ক্রিকেট বিশ্ব।

দুই তারকার আইপিএল কেরিয়ার

দুই তারকার আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন শুভমান গিল। ৩১.৬২-এর গড়ে ৫০৬ রান করেছেন পাঞ্জাব তনয়। আইপিএলে চারটি অর্ধশতরান রয়েছে তাঁর। অন্যদিকে টুর্নামেন্টে ২৭টি ম্যাচ খেলে ৬৬৭ রান করেছেন পৃথ্বী শ। পাঁচটি অর্ধশতরান তাতে সামিল রয়েছে।

English summary
IPL 2020 : Shubman Gill need to socre on today's match as Prithvi Shaw back in form
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X