আইপিএল ২০২০: বিশ্বাসই হচ্ছে না,ও ভারতীয় দলে সুযোগ পায় না! কাকে নিয়ে এমন বললেন শেন ওয়ার্ন
আইপিএল ২০২০তে বিধ্বংসী ফর্মে সঞ্জু স্যামসন। চলতি আইপিএলে টানা দুই ম্যাচে ৭০ প্লাস রান হাঁকালেন রাজস্থানের ক্রিকেটার। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ রানের পর রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৮৫ রান হাঁকালেন। দুই ম্যাচেই সঞ্জু ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। দুই ম্যাচে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। তাঁর ঘিরে এই আইপিএল ২০২০তে প্রত্যাশা আরও তুঙ্গে। এবার সঞ্জুকে জাতীয় দলে কেন দেখা যায় না, সেই প্রশ্ন তুলে দিলেন রাজস্থানকে আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন বলেছেন, 'সঞ্জু এত ভালো খেলে, কিন্তু জাতীয় দলে কেন সুযোগ পায় না বুঝতে পারি না। সঞ্জু সাদা বলে ক্রিকেটে দারুণ ক্রিকেটার। ভারতের জার্সিতে ওর আরও বেশি ম্যাচে সুযোগ পাওয়া উচিত। আগামী দিনে ভারতীয় দলের হয়ে ব্যাটে প্রলয় ঘটাতে পারে। এবছর আইপিএলে সঞ্জুর থেকে আরও ভালো ব্যাটিং দেখার প্রত্যাশায় রইলাম।'
প্রসঙ্গত দেশের জার্সিতে সঞ্জু স্যামসন ৪ ম্যাচ খেলেছেন। সাদা বলের ক্রিকেটে নীল জার্সিতে ওডিআই ম্যাচে সুযোগ না পেলেও ৪ টি টি-২০ ম্যাচ খেলেছেন স্যামসন। ৪ ম্যাচে সঞ্জুর সংগ্রহ ৩৫ রান। সর্বোচ্চ সংগ্রহ ১৯ রান। টি-২০ ক্রিকেটের সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫১ ম্যাচ খেলে সঞ্জুর ঝুলিতে ৩৬৪০ রান রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ১০২*।