বড় অঘটনের থেকে রক্ষা! বিপদ আটকাতে আইসিসি'র কাছে নতুন নিয়মের অনুরোধ সচিনের
২৫ নভেম্বর ২০১৪! ক্রিকেটের ইতিহাসে অন্যতম শোকের দিন। এই দিনেই হেলমেট থাকার পরেও মাথায় বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ফিল হিউজ। দুদিনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত ২৭ নভেম্বর না ফেরার দেশে চলে যান হিউজ। ক্রিকেটে সেই স্মৃতিই যাতে আর কোনও দিনও ফিরে না আসে সেই জন্য আইসিসিকে বিশেষ অনুরোধ করলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

আইসিসি'র কাছে কী অনুরোধ সচিনের
মাঠে থাকা অবস্থায় ব্যাটসম্যানদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হোক! ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিকে এদিন এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সচিন এই অনুরোধে জানিয়েছেন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার আইসিসি-র কাছে এই নিয়ে আইন চালুর প্রস্তাব রেখেছেন।

আইপিএলের উদাহরণ টানলেন সচিন
এই প্রসঙ্গে আইসিসির কাছে আইপিএলের ঘটনা তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেছেন সচিন তেন্ডুলকর। যেখানে তিনি পঞ্জাব বনাম হায়দরাবাদের ম্যাচের একটি ঘটনার কথা জানিয়েছেন।

আইপিএলে ঘটে যেতে পারত বড় অঘটন
চলতি আইপিএলে লিগ পর্বে সানরাইজার্স বনাম পাঞ্জাবের ম্যাচে নিকোলাস পুরানের ছোঁড়া বল সানরাইজার্সের বিজয় শংকরের হেলমেটে এসে আঘাত করেছিল। সেই সময় মাথায় হেলমেট থাকার কারণে ভারতীয় ক্রিকেটার বড় বিপদের হাত থেকে বেঁচে যান।

বোলার দেখে নয়, ম্যাচে সর্বক্ষণ পরে থাকতে হবে হেলমেট
এই ঘটনার পর যন্ত্রণায় মাটিতে পড়ে ছিলেন বিজয়। পরে ফিজিও ডেকে সুশ্রুষার পর বিজয় শংকর ম্যাচে ব্যাটিং করেন। সেক্ষেত্রে সেদিন যদি হেলমেট না থাকতো তাহলে মাথায় মারাত্মক চোট পেতে পারতেন ভারতীয় ক্রিকেটার। সেই কারণেই স্পিনার বল করুক বা পেসার, যে কোনও ক্রিকেট ম্যাচে হেলমেট পড়া বাধ্যতামূলক হোক, চাইছেন সচিন তেন্ডুলকর।

আইপিএল ২০২০ : ফিরলেন রোহিত, মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত হায়দরাবাদের