For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : আজকের ম্যাচে ১০ রান করলেই বিরাটকে ধরে ফেলবেন রোহিত!

আইপিএল ২০২০ : আজকের ম্যাচে ১০ রান করলেই বিরাটকে ধরে ফেলবেন রোহিত!

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন মুকেশ আম্বানি শিবির। সেই হিটম্যান আজকের ম্যাচে ১০ রান করলেই বিরাট কোহলি ও সুরেশ রায়নাকে ধরে ফেলবেন। দেখে নেওয়া যাক সেই রেকর্ড।

আর ১০ রান প্রয়োজন

আর ১০ রান প্রয়োজন

আইপিএলে এখনও পর্যন্ত ১৯০টি ম্যাচ খেলে ৪৯৯০ রান করেছেন রোহিত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে আর ১০ রান করলেই পাঁচ হাজারের ক্লাবে প্রবেশ করবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এর আগে একই ক্লাবের সদস্য হয়ে বসে রয়েছেন দুই ভারতীয় রথি।

একে বিরাট কোহলি

একে বিরাট কোহলি

আইপিএলে ১৭৯টি ম্যাচ খেলে ৫৪২৭ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। আইপিএলে পাঁচটি শতরানও রয়েছে বিরাটের।

দ্বিতীয় স্থানে কোন বাঁ-হাতি

দ্বিতীয় স্থানে কোন বাঁ-হাতি

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। আইপিএলের পাঁচ হাজার ক্লাবের দ্বিতীয় সদস্য রায়না। যিনি এবার করোনা ভাইরাসের আতঙ্কে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০টি ছক্কার মালিক রোহিত

২০০টি ছক্কার মালিক রোহিত

কেকেআরের বিরুদ্ধে ছয়টি ছক্কা হাঁকিয়ে ২০০-এর ক্লাবে প্রবেশ করেছেন রোহিত শর্মা। তালিকায় রোহিতের আগে রয়েছেন এমএস ধোনি (২০৯টি ছয়), এবি ডিভিলিয়ার্স (২১৫টি ছয়) ও ক্রিস গেইল (৩২৬টি ছয়)।

আইপিএল ২০২০: তেওয়াটিয়াকে সলমন খানের সঙ্গে তুলনা, ময়াঙ্ক-রাহুলকে রাম-লক্ষ্মণ বললেন সেহওয়াগআইপিএল ২০২০: তেওয়াটিয়াকে সলমন খানের সঙ্গে তুলনা, ময়াঙ্ক-রাহুলকে রাম-লক্ষ্মণ বললেন সেহওয়াগ

English summary
IPL 2020 : Rohit Sharma is 10 runs away from 5 thousands club
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X