For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: অবশেষে রানে ফিরলেন উথাপ্পা-স্মিথ, আরসিবিকে কত রানের টার্গেট দিল রাজস্থান

আইপিএল ২০২০: অবশেষে রানে ফিরলেন উথাপ্পা-স্মিথ, আরসিবিকে কত রানের টার্গেট দিল রাজস্থান

  • |
Google Oneindia Bengali News

অবশেষে আইপিএলে ২০২০তে রানের ছন্দে ফিরল রাজস্থান রয়্যালস। ওপেনিংয়ে বদল আনতে আজ দলের ব্যাটিংয়ে পরিবর্তন। আইপিএল ১৩তে প্রথমবারের জন্যে ওপেনিং করতে নেমে রানে ফিরলেন রবিন উথাপ্পা। ২২ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন উথাপ্পা। ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে। যার সুবাদে পাওয়ার প্লেতে ১ টি উইকেট হারিয়ে ৫২ রান তুলে ম্যাচের শুরু থেকে ছন্দে রাজস্থান।

অবশেষে আইপিএলে ২০২০তে রানের ছন্দে ফিরল রাজস্থান রয়্যালস।

উথাপ্পার পাশাপাশি এদিন স্টিভ স্মিথও রানে ফিরলেন। ৩৬ বলে ৫৭ রানের দামি ইনিংস খেলে শেষ ওভারে স্মিথ আউট হন। রাজস্থান অধিনায়কের ইনিংস ৬টি চার ও ১টি ছক্কা রয়েছে। যার সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে আরসিবির বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে বিরাটের দলের টার্গেট ১৭৮রান।

ব্যাট হাতে এদিন ব্যার্থ বেন স্টোকস। ওপেনিংয়ের ছন্দে পেতে বারেবারেই সমস্যায় পড়ছেন স্টোকস। ১৯ বলে এদিন ১৫ রান করে স্টোকস আউট হয়েছেন। স্টোকসের পাশাপাশি সঞ্জু স্যামসনও ৯ রান করে ব্যর্থ। আইপিএল ১৩তে চেন্নাই ও পাঞ্জাব ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও তারপর থেকে কোনও ছন্দে নেই সঞ্জু। পাঁচ নম্বরে নেমে বাটলার এদিন ২৫ বলে ১৪ রান করেন। তেওয়াটিয়ার ১১ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে রাজস্থান ১৭০ রানের গণ্ডি পার করে।

বল হাতে আরসিবির হয়ে এদিন সবচেয়ে সফল ক্রিস মরিস। ৪ ওভারে মরিস ২৬ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন। চাহাল ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৩৪ রান খরচ করেন।

English summary
Ipl 2020: Robin Uthappa-Steve Smith makes runs, RR gets 177 runs, RCB need 178 runs to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X