For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিভোর পরিবর্ত হিসেবে আসন্ন আইপিএলে টাইটেল স্পনসর কি রিলায়েন্স জিও! কী জানাচ্ছে সংস্থা

ভিভোর পরিবর্ত হিসেবে আসন্ন আইপিএলে টাইটেল স্পনসর কি রিলায়েন্স জিও! কী জানাচ্ছে সংস্থা

  • |
Google Oneindia Bengali News

গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সীমান্ত সমস্যার পর চাপের মুখে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে ভিভো। ফলে নতুন টাইটেল স্পনসরের খোঁজ চালাচ্ছে বিসিসিআই। এই পরিস্থিতিতে আমিরশাহী আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে একাধিক বড় সংস্থার নাম ঘোরাফেরা করেছে। যেখানে বড় নাম রিলায়েন্স জিও।

কোন কোন সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে

কোন কোন সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে

জিওর পাশাপাশি ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকা কোলা, অনলাইন মার্কেটিং সংস্থা অ্যামাজন, পড়ুয়াদের জন্য তৈরি অ্যাপ বাইজুস এবং পেটিএমের নাম আইপিএল ২০২০-র স্পনসর হিসেবে ঘুরপাক খাচ্ছে।

জিও সংস্থা যা জানিয়েছে

জিও সংস্থা যা জানিয়েছে

ইতিমধ্যে শোনা গিয়েছে, বোর্ডের সঙ্গে জিও সংস্থা নাকি আইপিএলের মূল স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছে। নেটওয়ার্ক সার্ভিস জগতের প্রথম সারির এই সংস্থা অবশ্য এই দাবি উড়িয়ে দেয়। সংস্থার জানিয়েছে, এই নিয়ে বোর্ডের সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি। এমনকী টাইটেল স্পনসর দৌড়ে তারা আগ্রহপ্রকাশ করেনি বলেও সংস্থা দাবি করেছে।

মুম্বই ইন্ডিয়ান্সে জিও যোগ

মুম্বই ইন্ডিয়ান্সে জিও যোগ

প্রসঙ্গত জিও সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক। ভারতের মোবাইল নেটওয়ার্ক জগতে জিও জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দারুণ। সেই কারণে অনেকেই তাবড় তাবড় কোম্পানিদের পিছনে ফেলে জিওই এই মরসুম আইপিএলের টাইটেল স্পনসর হতে চলেছে। সরকারি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সংস্থা গোপনীয়তা রাখতেই নিজেদের অবস্থান জানাতে নারাজ বলেও অনেকে মনে করছেন।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠি পড়তে চলেছে। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও করোনা পরিস্থিতিতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। অবশেষে সব কিছু ঠিকঠাক থাকলে আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর আইপিএল আয়োজন হতে চলেছে।

English summary
IPL 2020: Reliance Jio Declines exploring association Title Sponsorship After VIVO Exit, report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X