আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে কোন কোন ভুল ও ব্যর্থতার খেসারত দিতে হয়েছে কেকেআর-কে?
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ আট উইকেটে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই পরিস্থিতিতে পরের দুটি ম্যাচ না জিতলে ইয়ন মর্গ্যানদের প্লে-অফে খেলার স্বপ্ন চুরমার হয়ে যাবে। কেএল রাহুলদের বিরুদ্ধে কেকেআর-কে কোন কোন ভুল বা ব্যর্থতার খেসারত দিতে হয়েছে, তা দেখে নেওয়া যাক।

ওপেনিং ব্যর্থতা
একাধিকবার ওপেনিং জুটি পরিবর্তন করেও লাভ হচ্ছে না। চলতি আইপিএলে কোনও জুটিই কেকেআরকে সাফল্য এনে দিতে পারেনি। কোনও একজন ওপেনার ক্রিজে টিকে গেলেও অন্য জনের দ্রুত সাজঘরে ফিরে যাওয়াটা রীতিতে পরিণত করে ফেলেছেন শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠীরা।

পাওয়ার প্লে-তে সবচেয়ে কন স্ট্রাইক রেটে রান
চলতি আইপিএলে কেকেআরই সেই দল, যারা পাওয়ার প্লে-তে সবচেয়ে কম স্ট্রাইক রেটে রান করেছে। টুর্নামেন্টে কেকেআরের ব্যর্থতার কারণ হিসেবে শুরুর দিকের মন্থর ব্যাটিংকে কাঠগড়ায় তোলা হচ্ছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হলেও ফলাফলে কোনও প্রভাব পড়েনি।

কামিন্সের উইকেটহীনতা
সাড়ে ১৫ কোটি টাকার উঠিয়ে যতটা সাড়া জাগিয়েছিলেন, সে তুলনায় আইপিএল ২০২০-তে জ্বলে উঠতে পারলেন না অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স। উইকেট-টেকার হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬ জন ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হয়েছেন অজি ক্রিকেটার। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেও কামিন্সের উইকেটহীনতা ঢুবিয়েছে কেকেআর-কে।

তরুণ বোলারদের ভেদশক্তির অভাব
যে শিবম মাভি ও কমলেশ নাগারকোটিকে কালো ঘোড়া বলে ধরা হয়েছিল, সেই দুই তরুণ ফাস্ট বোলারই কেকেআরকে চলতি আইপিএলে হতাশ করেছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন নাগারকোটি। অন্যদিকে শিবম মাভির উইকেট সংখ্যা মাত্র সাত।

চলছে না কার্তিকের ব্যাট
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত শান্ত অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাট। টুর্নামেন্টের মাঝপথে কেকেআরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ডিকে-র ব্যাট থেকে ১২ ম্যাচ থেকে মাত্র ১৪৮ রান এসেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মহম্মদ শামির আউট সুইঙ্গার পড়তেই ভুল করেন কার্তিক। মাত্র শূন্য রানে সাজঘরে ফিরে যান।

বিদেশিদের ব্যর্থতা
আইপিএল ২০২০-তে জ্বলে উঠতে ব্যর্থ আন্দ্রে রাসেল। ব্যর্থ সুনীল নারিন, টম ব্যান্টন, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। সেই ব্যর্থতার বোঝায় চাপা পড়তে হচ্ছে কেকেআরকে।

আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত কেকেআর শিবিরে কোন কোন পরিবর্তন আসন্ন?