For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, টানা ৩ ম্যাচে ব্যর্থতা, আজ কত নম্বরে ব্যাটিংয়ে বিরাট কোহলি

আরসিবি বনাম রাজস্থান, টানা ৩ ম্যাচে ব্যর্থতা, আজ কত নম্বরে ব্যাটিংয়ে বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। এবছর আমিরশাহী আইপিএল আরসিবি এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যেখান বিরাট ৩ বারই ব্যাটিংয় সুযোগ পেয়েছেন। কিন্তু ৩ ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ভিকে। যারপর বিরাটের ব্যাটিং নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনা চলছে।

আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, টানা ৩ ম্যাচে ব্যর্থতা, আজ কত নম্বরে ব্যাটিংয়ে বিরাট কোহলি

আইপিএলে এখনও পর্যন্ত ৩টি ইনিংসে কোহলির ব্যাটে বলার মতো রান নেই। আরসিবির জার্সিতে কোহলি ৩ ম্যাচে ১৪, ১ ও ৩ রান হাঁকিয়েছেন। সব মিলিয়ে ৩ ম্যাচে বিরাটের সংগ্রহ মাত্র ১৮ রান। কোহলির ব্যাটে এভাবে টানা ৩ ম্যাচে কবে রানের খরা গিয়েছে বিশেষজ্ঞরাও বলতে পারছে না।

সেক্ষেত্রে আজ কী রানে ফিরতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবেন কোহলি? ক্রিকেট বিশষজ্ঞদের অনেকেই মনে করছেন প্রয়োজন বিরাটে এমনটাই করতেই পারেন। অতীতে আরিসির ত্রাতা হতে বিরাটকে ওপেন করতে দেখা গিয়েছে। এখন ফিঞ্চ ও পড়িক্কল দারুণ ওপেন করছেন। তিন আসছে বিরাট। কিন্তু প্রয়োজনে নিজের জায়গা পাল্টে চারে খেলতে পারেন কোহলি।

সেক্ষেত্রে ফর্মে থাকা এবিডি ৩ নম্বরে ব্যাট করলে ৪ নম্বরে আসতে পারেন কোহলি। এদিন শেষ পর্যন্ত বিরাট নিজের ব্যাটিং অর্ডার পাল্টান কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে সুপার ওভারে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি।

উল্লেখ্য এদিন বড় রান হাঁকাতে পারলে ব্যক্তিগত মাইলস্টোন গড়বেন করবেন ভিকে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮২ রান করলে প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।

English summary
IPl 2020: RCV VS RR, Will Virat Kohli change his batting oder in todays match, When and where to watch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X